সুখবর, এই সকল কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাই দেবে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মূলত দু’টি অংশ থেকে তাদের অ্যাকাউন্টে জমা হয়। একটি অংশ আসে ওই কর্মচারি যে সংস্থায় কাজ করছেন সেই সংস্থা থেকে এবং দ্বিতীয় অংশটি কর্মচারীর বেতন থেকে কাটা হয়। তবে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একটি সুখবর দেওয়া হল। যেখানে জানানো হয়েছে এই দুটি অংশের টাকায় দেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে।

তবে কাদের দেওয়া হবে এই টাকা? এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, যে সকল কর্মচারীরা করোনা পরিস্থিতিতে নিজেদের কাজ হারিয়েছেন, সেই সকল কাজ হারানো কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের দুটি অংশের টাকায় দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফে। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে ২০২২ সাল পর্যন্ত এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এর পাশাপাশি এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করেন। কোন জেলায় যদি অসংগঠিত ক্ষেত্রে ২৫ হাজারের বেশি শ্রমিক কাজ করে থাকেন সেক্ষেত্রে তাদের সুবিধার জন্য এবং রোজগার বৃদ্ধি করার জন্য কেন্দ্র সরকারের যে ১৬ টি জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে তার লাভ উঠাতে পারবেন।

নির্মলা সীতারামন জানান, অতিমারির কারণে প্রচুর দিনমজুর এবং পরিযায়ী শ্রমিক নিজেদের এলাকায় ফিরে গিয়েছেন। যে কারণে এই সকল দিনমজুর ও পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য মনরেগার বাজেট ৬০ হাজার কোটি থেকে বাড়িয়ে ১ লক্ষ কোটি টাকা করা হয়েছে।