বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! পুজোর চার দিন কেমন কাটবে! হাওয়া অফিসের লেটেস্ট আপডেট

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বর্ষার মরসুমে যখন বৃষ্টির প্রয়োজন সেই সময় কাঠফাটা রোদ দেখা গিয়েছে। তবে সেই বৃষ্টির ঘাটতি দূর্গা পূজার আগে পরপর দুটি নিম্নচাপে কিছুটা হলেও কম হয়। অন্যদিকে বর্তমানে রোদ ঝলমলে দিনের দেখা মিললেও দুর্গা পুজোর চারদিন নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে।

সরকারি হাওয়া অফিসের তরফ থেকে এখনো পর্যন্ত পাকাপাকিভাবে কিছু জানানো না হলেও বেসরকারি বিভিন্ন আবহাওয়া সংস্থা ও আবহাওয়াবিদদের তরফ থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানা যাচ্ছে। এমনকি সরকারি হওয়া অফিসের তরফ থেকেও বৃষ্টির সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

পুজোর চার দিন কেমন কাটবে তা পুরোপুরি ভাবে নির্ভর করছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত্যের উপর। এই ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মহাষ্টমীর বিকাল বেলায় ভূ-ভাগে প্রবেশ করতে পারে। এখনো পর্যন্ত বেসরকারি আবহাওয়া সংস্থাদের তরফ থেকে যা জানা যাচ্ছে, তাতে এই ঘূর্ণাবর্ত ওড়িশা ও বাংলাদেশের মধ্য ভাগে কোন জায়গায় স্থলভাগে প্রবেশ করতে পারে।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, মহাষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গ অথবা উত্তরবঙ্গে কোনরকম প্রতিকূল আবহাওয়া থাকবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। বিক্ষিপ্তভাবে কোন কোন জায়গায় বৃষ্টি হলেও দুর্যোগের কোনো আশঙ্কা নেই। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র।

আবহাওয়াবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা নিম্নচাপে পরিণত হলেও খুব একটা শক্তিশালী হবে না। অন্যদিকে এই ঘূর্ণাবর্ত কোন দিক হয়ে ভূভাগে প্রবেশ করবে তার উপর নির্ভর করছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ। উড়িষ্যা উপকূল হয়ে প্রবেশ করলে মহাসপ্তমী ও মহাষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিন্তু যদি তা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূল হয়ে ভূভাগে প্রবেশ করে তাহলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।