মুর্শিদাবাদের সর্বস্বান্ত রাজমিস্ত্রি রাতারাতি হলেন কোটিপতি, ভাগ্য ফিরল এক টিকিটে

নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে এখন চলছে লটারির রমরমা। প্রতিদিন অজস্র মানুষ হাজার হাজার টাকার লটারির টিকিট কিনে সর্বশান্ত হচ্ছেন। তবে এই সকল লটারির প্রেমীদের মধ্যে প্রতিদিন আবার কেউ না কেউ কোটিপতিও হচ্ছে না। ঠিক সেই রকমই মুর্শিদাবাদের এক রাজমিস্ত্রি লটারির টিকিট কেটে কেটে সর্বশান্ত হওয়ার পর অবশেষে কোটিপতি হলেন।

লটারির টিকিট কেটে সর্বস্বান্ত হওয়ার পর অবশেষে কোটি টাকা জিতে রাতারাতি এমন কোটিপতি হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ অন্তর্গত সন্তোষপুরের চাঁদ মহম্মদ। তার এই ভাবে কোটি টাকা জেতার পর তার বাড়িতে রীতিমতো প্রতিবেশীদের ভিড় জমছে তাকে দেখার জন্য। পরিচিত চাঁদ মহম্মদ এখন এলাকার বাসিন্দাদের কাছে নতুন মানুষ হয়ে দাঁড়িয়েছেন।

জানা যাচ্ছে, চাঁদ মহম্মদ পেশায় একজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি তিনি একটি মুদিখানার দোকান চালান তার গ্রামে। গ্রাম্য এলাকায় সেই দোকান হওয়ার কারণে সেই ভাবে বেচাকেনা নেই। তবে মুদিখানা এবং রাজমিস্ত্রি দুই কাজ করে তিনি মাসে ১৬ থেকে ১৭ হাজার টাকা রোজগার করেন।

চাঁদ বাবু প্রতিদিন যার রোজগার করতেন তার বেশিরভাগ টাকা দিয়েই প্রতিদিন লটারির টিকিট কিনতেন। তবে এরই মধ্যে গত ২৭ নভেম্বর তিনি যে টিকিট কিনেছিলেন তাতে এক কোটি টাকা প্রথম পুরস্কার হিসেবে উঠে আসে। সেই খবর জানার পর অবশ্য তাকে কয়েক দিন খুঁজেই পাওয়া যায়নি। সম্প্রতি তিনি নিজের বাড়িতে এসেছেন। তবে লটারি জেতার পরই তিনি সেই টিকিট ক্লেম করতে দিয়েছেন বলে জানিয়েছেন।

একসঙ্গে এত টাকা জেতার পর রাজমিস্ত্রি চাঁদ বাবু এখন খুঁজে পাচ্ছেন না ঠিক কি করবেন। তবে তিনি জানিয়েছেন আগে ভালোভাবে বাড়ি ঘর করা হবে তারপর অন্য কোন পরিকল্পনার কথা ভাববেন তিনি। তার এই টাকা আসতে এখনো দিন কয়েক সময় লাগবে বলে জানানো হয়েছে।