হ্যাটট্রিক সহ ১০ উইকেট নিয়ে দ্বিতীয় ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন কাশভি

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় ভারতীয় হিসাবে এক ইনিংসে দশ উইকেট নিয়ে রেকর্ড তৈরি করলেন চণ্ডীগড়ের মেয়ে পেসার কাশভি গৌতম। মোটে ১৬ বছর বয়স তার। মহিলাদের অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে টুর্নামেন্টে এই রেকর্ডটা গড়েছেন তিনি। অরুণাচল প্রদেশের বিপক্ষে ছিলো এই টুর্নামেন্টটি। কাশভি আবার একটি হ্যাটট্রিকও করেছেন, এই দশটি উইকেটের মধ্যেই। তার অসাধারণ বোলিংয়ের ফলেই অরুণাচলের ইনিংস শেষ হয় মাত্র ২৫ রানে।

এর আগে প্রাক্তন লেগস্পিনার অনিল কুম্বলে এই রেকর্ড করেছিলেন প্রথম ভারতীয় হিসেবে। ইনি ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি এই রেকর্ড করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দশ উইকেট নিয়েছেন মাত্র দুজন। ভারতের অনিল কুম্বলে ছাড়াও এই রেকর্ড করেছিলেন ইংল্যান্ডের জিম লেকার। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের খেলায় ৫০ বা ২০ ওভারের ক্রিকেট ম্যাচে আজ পর্যন্ত কোনো বোলার দশ উইকেট নিতে পারেননি। এ গৌরব প্রথম ছিনিয়ে নিলেন কাশভি।

কাশভির বোলিংয়ের সেই ভিডিওটি বিসিসিআই ওমেন ও আইসিসি তাদের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে। বহু শেয়ার হওয়া এই ভিডিওটি এখনো দেখে না থাকলে একবার দেখে নিন।

অরুণাচলের বিপক্ষে ষোলো বছরের এই মেয়েটি ৪.৫ ওভার বল করেন। ২৯টি বলে ১২ টি রান করেই বিপক্ষের দশটি উইকেট পুরো ঘায়েল করে দিলেন।