‘বোলো তারা রারা’ গান গেয়ে ট্রাফিক সামলাচ্ছেন ট্রাফিক পুলিশ, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : শহরের ঘিঞ্জি রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলাচ্ছেন এক ট্রাফিক পুলিশ। পেছনের গাড়ি থেকে বেজে চলেছে মিউজিক। হাতে মাইক্রোফোন নিয়ে সেই মিউজিকের তালে তালে গান গাইছেন এক ট্রাফিক পুলিশ। বিখ্যাত পাঞ্জাবি গায়ক দলের মেহেন্দির বিখ্যাত গান ‘বোলো তারা রারা’, সুরে সুর মিলিয়ে গাইছেন ‘নো পার্কিং’। গানের লিরিক্স আলাদা হলেও সুর এবং তাল এক্কেবারে পারফেক্ট। এ যেন এক অভিনব স্টাইল! নেচে-গেয়ে ট্রাফিক সামলাচ্ছেন এক ট্রাফিক পুলিশ।

সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডিগড়ে। ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ট্রাফিক পুলিশ কর্মী। রাস্তা দিয়ে আসা গাড়িগুলিকে গানের মাধ্যমে তিনি সেখানে সেগুলিকে পার্কিং করতে বারণ করছেন। কিন্তু তিনি এই পুরো বিষয়টাই করছেন দালের মেহেন্দির বিখ্যাত ‘বলো তারা রারা’ গানটির কথা কাটছাঁট করে।

নিজের ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করে দালের মেহেন্দি লিখেছেন মানুষকে আইন মেনে চলার জন্য ট্রাফিক পুলিশ যে আমার গান ব্যবহার করছে তার জন্য আমি গর্বিত।

ভিডিও পোস্ট হবার পরেই সেটি ভাইরাল হয়। কর্তব্যরত পুলিশ কর্মীর এই গান শুনে মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন ওনার মত মানুষরা কাজকে ভালবাসেন এবং কাজের মধ্যেই নিজের ভালো লাগাকে খুঁজে নেন। অন্যকে আনন্দও দেন। আবার কেউ কেউ গান গাওয়ার কথার দিকে নজর দিতে বলেছেন। সব মিলিয়ে আঁটোসাঁটো ট্রাফিক নিয়মের মধ্যে দমকা হাওয়ার মতো খানিকটা রিপ্লেসমেন্ট এনে দিয়েছে ওই পুলিশ কর্মীর গান।