বাড়িতে বসেই দেখুন চন্দ্রযান ২ লাইভ ল্যান্ডিং

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালের ২২শে জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ২ পাড়ি দেয় চাঁদের উদ্দেশ্যে। পেরিয়ে গেছে প্রায় দেড় মাস। ধীরে ধীরে এই চন্দ্রযান পৃথিবীর অভিকর্ষ বল ত্যাগ করে পৌঁছেছে চন্দ্রকক্ষে। আর আজ এই চন্দ্রযান একেবারে চাঁদের কাছাকাছি। শুধু অপেক্ষা চাঁদের মাটিতে পা রাখা।

বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারতবর্ষ আজ পা রাখছে চাঁদের মাটিতে। এর আগে এই নজির গড়েছে আমেরিকা, রাশিয়া এবং চীন। উৎক্ষেপণের পর চন্দ্রযান ২ ইতিমধ্যেই পাড়ি দিয়েছে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। আর তিন দিন আগে চন্দ্রযান ২ থেকে ল্যান্ডার বিক্রম বিচ্ছিন্ন হয়েছে। তারপর ল্যান্ডার বিক্রম থেকেছে কক্ষে।

চাঁদের মাটিতে পা রাখার মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু ভুল ত্রুটি হলেই ঘটে যেতে পারে অঘটন। সে কারণে কড়া নজরদারি রাখা হচ্ছে অবতরণের সময়। গতিবেগ সেকেন্ডে ৬ কিলোমিটার থেকে আনা হচ্ছে মাত্র ২ মিটারে।

দরকার নেই বারবার টিউন করার। লাইভ দেখার জন্য শুধুমাত্র ‘set reminder’ এ ক্লিক করে নিন। আর আমাদের ওয়েবসাইট দেখতে থাকুন।

প্রসঙ্গত, এর আগে চাঁদের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য ইসরাইল চন্দ্রযান পাঠানোর চেষ্টা করেছিল গত এপ্রিল মাসে। কিন্তু তারা সেই অভিযানে সফল হতে পারেনি।