অবশেষে চাঁদের মাটিতে খোঁজ মিলল ল্যান্ডার বিক্রমের, মিলল ধ্বংসাবশেষ

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ টালবাহানার পর অবশেষে চাঁদের মাটিতে খোঁজ মিলল চন্দ্রযান ২ -এর ল্যান্ডার বিক্রমের। বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা সেই খবরের সত্যতা ট্যুইট করে প্রকাশ করেছে। নাসা তরফ থেকে জানানো হয়েছে, তাদের উপগ্রহ এলআরও’র ক্যামেরায় ধরা পড়েছে বিক্রমের ধ্বংসাবশেষের ছবি।

শানমুগা সুব্রহ্মণ্যম নামে একজন ভারতীয় কম্পিউটার প্রোগ্রামার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে যোগাযোগ করে। তারপর নাসা নানান উপগ্রহ চিত্র দেখে নিশ্চিত করে এই ছবি ল্যান্ডার বিক্রমের

জানা গিয়েছে, যেখানে বিক্রম ল্যান্ডার ভেঙ্গে পড়ার অনুমান করা হয়েছিল তার থেকে প্রায় ৭৫০ মিটার উত্তর-পশ্চিমে মিলেছে ল্যান্ডারের ধ্বংসাবশেষ। উপগ্রহ চিত্র দেখে নভেম্বর মাসে নাসা তা নিশ্চিত করে।

প্রসঙ্গত, গত ৭ই সেপ্টেম্বর মধ্যরাতে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করার সময় অরবিটারের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি স্পর্শ করার ২.১ কিলোমিটার আগে থেকে আর খোঁজ মিলছিল না বিক্রমের। তারপরেই অনুমান করা হচ্ছিল ল্যান্ডার বিক্রম সফ্ট ল্যান্ডিংয়ের বদলে হয়তো হার্ড ল্যান্ডিং করেছে। যদিও ইসরোর এই প্রচেষ্টাকে বাহবা জানায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পরবর্তীকালে দুই সংস্থা হাতে হাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেয়। এরপরে ল্যান্ডার বিক্রমকে খোঁজার চেষ্টাও করেছিল নাসার উপগ্রহ। কিন্তু সে সময় তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর অবশেষে নভেম্বরে খোঁজ মিলেছে ল্যান্ডার বিক্রমের।