‘কিল দেওয়ার ভাতার’ বলে বিজেপি নেতাদের কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে সোমবার নলহাটিতে তৃণমূল কংগ্রেসের মহিলা সম্মেলনে হাজির হয়ে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি নেতাদের ‘কিল দেওয়ার ভাতার’ বলে কটাক্ষ করলেন। পাশাপাশি এদিন তিনি কেন্দ্র সরকারের একাধিক ইস্যু সভায় উপস্থিতদের সামনে তুলে ধরেন।

Advertisements

চন্দ্রিমা ভট্টাচার্য এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বাজেটের প্রসঙ্গ তুলে ধরেন। আর সেই প্রসঙ্গ তুলে ধরে অভিযোগ করেন, কেন্দ্র সরকার এই বাজেটে মহিলাদের জন্য কোনো ঘোষণা করেনি। এর পাশাপাশি বিজেপির কৃষক প্রীতি নিয়ে তাকে কটাক্ষ করতে দেখা যায়। তিনি বলেন, “কৃষক প্রেম হয়েছে। খুব কৃষক প্রেম। আমাদের বাংলায় ৭৭ লক্ষ কৃষক, আর গেছে পাঁচ জনের বাড়িতে। আর তাই নিয়ে কি করছে, মুষ্টিভিক্ষা।”

Advertisements

পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, “যখনই আসছে খেতে বসে যাচ্ছে। দেখেছেন কোন রাজনৈতিক দলকে এত পেটুক হতে। আসছে সবাই আর খালি খাচ্ছে। ওই ভাত দেওয়ার ভাতার নয়। আমরা বলি কিল দেওয়ার ভাতার। আর ওই ভাতার গুলো আসছে আর বলছে আমি খাবো খাবো খাবো খাবো।”

Advertisements

[aaroporuntag]
পাশাপাশি তিনি এদিন নাম না করেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে কটাক্ষ করেন। বলেন, “ওই আর একজন আসছে, সভাপতি। আর বলছে আমি বাংলার জামাই। আমরা বলছি তা ভালো তো। তবে শ্বশুরবাড়ির কথা এই ইলেকশনের সময় মনে পড়লো? এর আগে তোমাদের শ্বশুরবাড়ির কথা মনে পড়েনি? তোমার ৩০ বছর বিয়ে হয়েছে আর বছরে ৩০ দিন আসতে দেখি নি এর আগে। আর এখন তুমি বহিরাগত কথা শুনে বলছো দুঃখ হচ্ছে।”

Advertisements