পুজোয় ট্রেনে চড়ে বেড়াতে যাবেন! এই নিয়মগুলি না মানলে নির্ঘাত জরিমানা

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের উপর নির্ভর করে প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। রেল পরিষেবার এই ব্যাপক চাহিদা দেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড করা হয়। গণপরিবহনের মেরুদণ্ডকে প্রতিনিয়ত সাজিয়ে তোলার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করছে রেল বোর্ড।

ভারতীয় রেলকে সাজিয়ে তোলার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীদের সুবিধার জন্য একাধিক নিয়ম জারি করেছে। ট্রেনে যাতায়াত করার সময় যাত্রীদের সেই সকল নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। সেই রকমই ট্রেনে রাতে সফর করার সময় যাত্রীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।

যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে যে সকল নিয়ম চালু করা হয়েছে সেই সকল নিয়ম মানা না হলে জরিমানা তো আছেই, সঙ্গে হয়রানি এবং হাজতবাসের মতো ঘটনাও ঘটতে পারে। সুতরাং এই সকল নিয়ম সব সময় মাথায় রাখতে হবে ট্রেনে সফর করার সময়। বিভিন্ন নিয়মের মধ্যে দূরপাল্লার ট্রেনে রাতে সফর করার সময় একটি নিয়ম সম্পর্কে আজ জেনে রাখা দরকার। কারণ সামনেই পূজোর সময় অনেকেই ট্রেনে চড়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে চলেছেন।

ভারতীয় রেলের তরফ থেকে জারি করা নতুন নিয়ম অনুযায়ী কোন যাত্রী ট্রেনে ভ্রমণ করার সময় কামরায় উচ্চস্বরে গান অথবা চিৎকার করে কথাবার্তা বলতে পারবেন না। এমন ঘটনা ঘটলে ট্রেনের অন্যান্য যাত্রীদের অসুবিধা হওয়ার কথা। এই কথা মাথায় রেখেই ভারতীয় রেলের তরফ থেকে এই নিয়ম জারি করা হয়েছে।

ভারতীয় রেলের এই নতুন নিয়ম অনুযায়ী, এই সকল বিষয়ে যাত্রীদের সবসময় সচেতন থাকতে হবে। বিশেষ করে সচেতন থাকতে হবে দূরপাল্লার ট্রেনে রাত্রি ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। এই নিয়ম লঙ্ঘন করে যদি কেউ উচ্চ স্বরে গান বাজান অথবা চিৎকার করে গল্প গুজব করেন তাহলে তার বিরুদ্ধে ভারতীয় রেল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে জরিমানা হতে পারে, এমনকি জেলও হতে পারে।