বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার টাইম টেবিল, দেখে নিন আগামী বছরের সূচি

নিজস্ব প্রতিবেদন : নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সংসদের তরফ থেকে। এদিন ফলাফল প্রকাশের পাশাপাশি প্রকাশ করা হয় এই বছর যারা মেধাতালিকায় উঠে এসেছেন করেছিলেন তাদের নামও। এর পাশাপাশি সংসদের তরফ থেকে ঘোষণা করা হয় আগামী বছর কোন দিন থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2024)।

সংসদের তরফ থেকে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সূচি প্রকাশ করা হয়েছে সেই সূচি অনুযায়ী পরীক্ষার দিন অন্যান্য বছরের তুলনায় অনেকটাই এগিয়ে এসেছে। অন্যান্য বছর যেখানে মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হয় সেই জায়গায় আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে এবং শেষ হবে ফেব্রুয়ারি মাসেই। এছাড়াও বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়।

সংসদের ঘোষিত সূচি অনুযায়ী আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। এর পাশাপাশি অন্যান্য বছর সকাল ১০ টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হলেও আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরু হবে দুপুর ১২ টায়। পরীক্ষা চলবে দুপুর ৩ টে ১৫ পর্যন্ত।

১৬ ফেব্রুয়ারি : প্রথম ভাষা

১৭ ফেব্রুয়ারি : ভোকেশনাল বিষয়

১৯ ফেব্রুয়ারি : দ্বিতীয় ভাষা

২০ ফেব্রুয়ারি : অর্থনীতি

২১ ফেব্রুয়ারি : পদার্থবিদ্যা/পুষ্টিবিজ্ঞান/শিক্ষাবিজ্ঞান/অ্য়াকাউন্ট্যাসি

২২ ফেব্রুয়ারি : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যাপ্লিকেশন/পরিবেশ বিজ্ঞান/স্বাস্থ্য ও শারীরশিক্ষা/সংগীত/ভিজুয়াল আর্ট

২৩ ফেব্রুয়ারি : কর্মাশিয়াল ল অ্য়ান্ড প্রিলিমিনারি অফ অডিটিং/দর্শন/সমাজবিদ্যা

২৪ ফেব্রুয়ারি : রসায়ন/সাংবাদিকতা/সংস্কৃত/পার্সি/আরবী/ফরাসি ভাষা

২৭ ফেব্রুয়ারি : গণিত/মনোবিজ্ঞান/অ্যানথ্রোপলজি/কৃষিবিদ্যা/ইতিহাস

২৮ ফেব্রুয়ারি : জীববিজ্ঞান/বিজনেস স্টাডি/রাষ্ট্রবিজ্ঞান

২৯ ফেব্রুয়ারি : স্ট্যাটিসটিক্স/ভূগোল/কস্টিং অ্য়ান্ড ট্যাক্সসেশন/হোম ম্যানেজমেন্ট।

এর পাশাপাশি সংসদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া সমস্ত কিছুর সম্পূর্ণ দায়িত্ব থাকবে স্কুল কর্তৃপক্ষের। কেবলমাত্র বার্ষিক পরীক্ষার ফলাফল সংসদের ওয়েবসাইটে আপলোড করা হবে।