রোদেই হবে স্মার্টফোন চার্জ, ঝামেলা মুক্ত করতে এসে গেল নতুন ডিভাইস

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে প্রায় অধিকাংশ মানুষের হাতেই পৌঁছে গিয়েছে স্মার্টফোন। ব্যাপকভাবে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জরুরি কাজের ক্ষেত্রেও এই স্মার্টফোন অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তবে অনেক ক্ষেত্রেই ব্যাটারির চার্জ নিয়ে সমস্যায় পড়তে হয় স্মার্টফোন ব্যবহারকারীদের।

স্মার্টফোনে যতই শক্তিশালী ব্যাটারি হোক না কেন, লাগাতার ব্যবহার করার ফলে দেখা যায় হাফ বেলার মধ্যেই ব্যাটারির চার্জ নেমে আসে। সেক্ষেত্রে বাইরে থাকার সময় পাওয়ার ব্যাংকের উপর নির্ভর হতে হয়। আবার সেই পাওয়ার ব্যাংক যদি ঠিকঠাক চার্জ না থাকে তাহলে আরেক সমস্যায় পড়তে হয়। এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে এসে গেল নতুন এক ডিভাইস।

এমন ঝামেলা থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের মুক্ত করতে এসেছে সোলার পাওয়ার ব্যাংক। এই ধরনের ডিভাইস ব্যবহার করে সূর্যের আলো অর্থাৎ রোদেই স্মার্টফোন চার্জ দেওয়া যায়। এই ধরনের ডিভাইস ব্যবহার করলে ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না। এমনকি কাজের সময় মাঝ রাস্তাতেই সহজে চার্জ দেওয়া যেতে পারে স্মার্টফোন।

এখন প্রশ্ন হল এই ধরনের সোলার পাওয়ার ব্যাংক কোথায় পাওয়া যাবে? এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে এই ধরনের সোলার পাওয়ার ব্যাংক পেতে পারেন ব্যবহারকারীরা। দামের ক্ষেত্রে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। একেবারে কম দাম থেকে শুরু করে বেশি দামের ডিভাইস পাওয়া যায়। তবে এই ধরনের ডিভাইস কেনার সময় সবচেয়ে আগে এর চার্জ করার ক্ষমতা দেখে নিতে হবে।

২৪০০০ এমএএইচ, এই ধরনের সোলার পাওয়ার ব্যাঙ্ক নিলে সাধারণত সমস্যার সম্মুখীন হতে হয় না ব্যবহারকারীদের। কারণ এর সাহায্যে ৫০০০ বা ৬০০০ এমএইচ এর ব্যাটারি রয়েছে এমন স্মার্টফোন অতি সহজেই চার্জ করা যেতে পারে। এইভাবে দিনে চারবার চার্জ করা সম্ভব।