রেলের মত বাসেও মিলবে সস্তায় খাবার, অভিনব উদ্যোগ SBSTC-র

নিজস্ব প্রতিবেদন : দূরপাল্লার রেল যাত্রায় যেমন রেলের তরফ থেকে সস্তায় খাবার সরবরাহ করা হয়, যাত্রীদের জন্য ঠিক তেমনি পরিষেবা এবার আনতে চলেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। খুব তাড়াতাড়ি এই পরিষেবা চালু করতে চলেছে SBSTC বলে বুধবার জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরী। এদিন তিনি দুর্গাপুরে একটি সাংবাদিক সম্মেলনে এমন পদ্ধতি চালু করার কথা জানান। পাশাপাশি এই সাংবাদিক সম্মেলনে তিনি বাস পরিচ্ছন্ন করার বিশেষ পদ্ধতি চালু করার বিষয়েও জানিয়েছেন।

দূরপাল্লার বাসের যাত্রীদের যাত্রাকালে বেশিরভাগ সময়ই খাবারের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু খাবারের প্রয়োজন হয়ে থাকলেও সময়ের অভাবে খাবার কেনা এবং খাওয়ার সুযোগ পান না যাত্রীরা। যে কারণে না খেয়েই নিজেদের গন্তব্যে পৌঁছাতে হয়। আর যাত্রীদের এমন অসুবিধার কথা মাথায় রেখেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এমন অভিনব উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়িত হলেই বাসের যাত্রীরা কন্ডাক্টর বা চালকের কাছ থেকে সস্তায় খাবার কিনে নিজেদের খিদে মেটাতে পারবেন।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে দূরপাল্লার বাসে যে টিফিন বা খাবার দেওয়া হবে তার মূল্য প্যাকেট প্রতি ২০ থেকে ৩০ টাকা মধ্যে রাখা হবে। তবে সংস্থার তরফ থেকে এবিষয়ে এখনও স্পষ্ট করে জানানো হয়নি যে কবে থেকে এমন খাবার দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে অথবা সেই খাবারের প্যাকেট কি কি খাবার থাকছে।

খাবার দেওয়ার বিষয়ে এমন অভিনব উদ্যোগ ছাড়াও বুধবার সংস্থার চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরী জানিয়েছেন শক্তিগড়ে পিপিপি মডেলের বিশেষ শৌচালয় ব্লক প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে SBSTC-র তরফ থেকে। পাশাপাশি তিনি জানিয়েছেন দুর্গাপুর ডিপোতে বাস পরিচ্ছন্ন করার জন্য একটি বিশেষ সিস্টেম চালু করা হচ্ছে। প্রথম পর্যায়ে বিশাল আকার শাওয়ারের নিচে গিয়ে বাস ধোয়া হবে। তারপর ব্লোয়ারের সাহায্যে বাসের ধুলো ও আবর্জনা পরিষ্কার করা হবে। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করার অন্তিম পর্যায়ে দরজা-জানলা বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং স্যানিটাইজ হবে। আর পরিস্কার পরিচ্ছন্ন করার এই সম্পূর্ণ কাজ হতে সময় লাগবে মাত্র ১৬ মিনিট। প্রাথমিক পদক্ষেপ হিসাবে দুর্গাপুরে এই পদ্ধতি চালু করা হলেও আগামী দিনে এই পদ্ধতিকে অন্যান্য ডিপোগুলিতেও চালু করা হবে।