Cheapest Mobile Data Countries: বিশ্বের কোন দেশে ইন্টারনেট খরচ সবচেয়ে কম, তালিকায় কত নম্বরে ভারত?

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করে দেওয়ার ফলে গত কয়েকদিন ধরেই মোবাইল রিচার্জ (Mobile Recharge) নিয়ে চারদিকে শুধু চলছে আলোচনা। মোবাইল খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। এমনকি এই পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপের দাবিও তুলেছেন অনেকেই। তবে কোন লাভ হয়নি। ঘোষণা মত ৩ জুলাই থেকে বেড়ে গিয়েছে Jio ও Airtel এর রিচার্জ প্ল্যানের দাম আর ৪ জুলাই থেকে বেড়েছে ভিআইয়ের।

নতুন করে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি পাওয়ার ফলে ভারত কিন্তু বিশ্বের সেরা ৫ তালিকা থেকে ছিটকে গিয়েছে। কেননা এর আগে পর্যন্ত সস্তায় ইন্টারনেট (Cheapest Mobile Data Countries) দেওয়ার নিরিখে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল ভারত। এখন যেহেতু দাম বেড়ে গিয়েছে তাই প্রথম পাঁচ তালিকা থেকে ভারত ছিটকে গিয়েছে। এক্ষেত্রে কোন দেশে কত ইন্টারনেট খরচ চলুন দেখে নেওয়া যাক।

বিশ্বের সবচেয়ে সস্তায় ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয়ে থাকে ইজরায়েলে। সস্তায় ইন্টারনেট পরিষেবা প্রদানের নিরিখে এই দেশটির অনেক এগিয়ে রয়েছে অন্যান্য দেশের তুলনায়। ইজরায়েলে 4G LTE ও 5G পরিষেবা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে এখন ১ জিবি ইন্টারনেটের পিছনে নাগরিকদের খরচ করতে হয় মাত্র ০.০২ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১.৬৭ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে যে দেশটি রয়েছে সেই দেশটি হলো ইটালি। বিশ্বের অন্যতম শিক্ষিত দেশ হিসাবে পরিচিত ইতালিতে ১ জিবি ইন্টারনেটের পিছনে দেশের নাগরিকদের খরচ করতে হয় ০.০৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭.৫২ টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ইতালির ৯৫ শতাংশ মানুষেরা 5g পরিষেবা ব্যবহার করেন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফিজি। এখানেও ইতালির থেকে সামান্য কিছু খরচ বেশি হয় ১ জিবি ইন্টারনেটের পিছনে। এই দেশেও 5G পরিষেবা রয়েছে। খরচ মোটামুটি ৮ টাকার মধ্যেই থাকে।

তালিকায় চতুর্থ দেশ হিসেবে যে দেশটি জায়গা করে নিয়েছে তার নাম হলো সান মারিও। যেখানে সবাই 5g পরিষেবা ব্যবহার করেন এবং এই দেশে ১ জিবি মোবাইল ইন্টারনেটের জন্য খরচ হয় ০.১০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮.৩৫ টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কম্বোডিয়া। এই দেশের নাগরিকদের ১ জিবি মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে খরচ হয় ০.১২ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০.০২ টাকা।

আরও পড়ুন 👉 Eastern Railway: বাড়ছে যাত্রী সুরক্ষা, বাড়ছে আরাম! একের পর এক পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল

সস্তায় ইন্টারনেট দেওয়ার তালিকায় এখন ভারতের থেকে এগিয়ে গিয়েছে পাকিস্তান। পাকিস্তান এখন ছয় নম্বর স্থানে অবস্থান করছে এবং সেখানে ১ জিবি ইন্টারনেটের জন্য খরচ করতে হয় ০.১২ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০.০২ টাকা।

ভারতীয় নাগরিকদের মোবাইল খরচ এখন বেড়ে যাওয়ার কারণে ভারত এখন প্রথম ৫ তালিকা থেকে ছিটকে ৭ নম্বর তালিকায় এসেছে। ভারতে এখন ১ জিবি ইন্টারনেটের জন্য খরচ করতে হয় ১৩.৩৬ টাকা।