দীঘা গিয়ে অটো ভাড়ায় ঠকছেন না তো, রইলো রেট চার্ট

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হলো দীঘা। বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকদের আগমন হয়ে থাকে। অনেকেই বারবার দীঘা এসে থাকেন, আবার অনেকে প্রথমবার।

দীঘা এসে কেবলমাত্র সমুদ্রে স্নান করা নয়, এর পাশাপাশি অনেক জায়গা রয়েছে ঘোরার মত। পর্যটকরা এসেছে মূলত সেই সকল জায়গায় ঘুরে বেড়ানো। এছাড়াও স্টেশন থেকে হোটেলে যাওয়া অথবা হোটেল থেকে স্টেশনে আসা ইত্যাদির জন্য তাদের অটো ভাড়া করতে হয়। নতুন নতুন পর্যটক দেখে অটো চালকরা অনেক সময় বেশি টাকা হাঁকেন বলে অভিযোগ। সেই জায়গায় আপনি দিঘা গিয়ে অটো ভাড়া দিতে গিয়ে যেন না ঠকেন, তার জন্য ভাড়া রেট চার্ট প্রকাশ করা হয়েছে।

ওল্ড দিঘা অটো চালক ইউনিয়নের তরফ থেকে এই রেট চার্ট প্রকাশ করা হয়েছে। যাতে বলা হয়েছে, ওল্ড দিঘা বাসস্ট্যান্ডের অটো স্ট্যান্ড থেকে কোনও পর্যটক নিউ দিঘা স্টেশন যাওয়ার জন্য অটো ভাড়া করলে জনপ্রতি ভাড়া ১০ টাকা। এছাড়া ওই স্ট্যান্ড থেকে অমরাবতী পার্ক যাওয়ার ভাড়া রয়েছে ১০ টাকা। নিউ দিঘা সী বিচের ভাড়া ১৫ টাকা।

ওল্ড দিঘার অটো স্ট্যান্ড থেকে সায়েন্স সেন্টার, টয় ট্রেন, দীঘা বর্ডার ইত্যাদি এলাকা যাওয়ার জন্য জন প্রতি ভাড়া পড়বে ২০ টাকা। ওল্ড দিঘা থেকে দিঘা মোহনাতেও জনপিছু ভাড়া পড়বে ২০ টাকা। ওল্ড দিঘা থেকে তালসারি যাওয়ার ভাড়া জনপিছু ৪০ টাকা। তাজপুর যাওয়ার জন্য ভাড়া মাথাপিছু ৬০ টাকা ও মন্দারমণি যাওয়ার জন্য ভাড়া ১০০ টাকা। ওল্ড দিঘা বাসস্ট্যান্ডের অটো স্ট্যান্ড থেকে শংকরপুর যাওয়ার জনপিছু ভাড়া ৫০ টাকা।

তবে ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছে, একেকটি অটোতে অন্ততপক্ষে ৬ জন হলে তবেই এই হিসাবে ভাড়া নেওয়া হবে। যদি তা না হয় তাহলে অথবা ব্যক্তিগতভাবে কেউ যদি ভাড়া নিতে চান তাহলে সেই মত ভাড়া দিতে হবে যাত্রীকে।