একবার তেল ঢাললেই ২৪ ঘন্টা জ্বলবে প্রদীপ, আশ্চর্য্য আবিষ্কার মৃৎশিল্পীর

নিজস্ব প্রতিবেদন : সমস্ত অন্ধকার দূর করতে আসছে আলোর উৎসব, দীপাবলী। যা কিছু অশুভ যা কিছু অন্ধকার তা কেটে গিয়ে শুভর প্রতিষ্ঠা হবে। আর এই শুভর আগমন জানাতেই ঘরে ঘরে মানুষ আলো জ্বালিয়ে দেবীর আহ্বান করবেন।

অনেকেই আজকাল বৈদ্যুতিন মাধ্যমে আলো জ্বালান আবার অনেকেই প্রাকৃতিক ভাবে আলো জ্বালাতে চান, তারা দীপাবলীর দিন মাটির প্রদীপ জ্বালিয়ে থাকেন। কিন্তু মাটির প্রদীপ দীর্ঘক্ষণ জলে না, মাটির প্রদীপ ব্যবহারকারীদের এই আক্ষেপ দূর করতেই ৬২ বছরের একজন মৃৎশিল্পী তৈরি করলেন অভিনব প্রদীপ।

ছত্রিশগড়ের বস্তার জেলায় কোন্ডাগাঁও-এর শিল্পী অশোক চক্রধারী অনলাইনের একটি ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে এমন একটি প্রদীপ তৈরি করলেন যে প্রদীপ ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত জ্বলে থাকবে।

নতুন পথের দিশারী এই মানুষটি বরাবরই নতুন কিছু তৈরি করতে চেয়ে ছিলেন। তার এই নতুন কিছু তৈরি করার ইচ্ছা সম্পূর্ণ হলো ৬২ বছর বয়সে এসে। তার এই সার্থক প্রয়াস আসলে নিরন্তর প্রচেষ্টারই নামান্তর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের টুইটার হ্যান্ডেল ইতিমধ্যেই অশোকবাবুর তৈরি এই প্রদীপের ছবি পোস্ট হয়ে গেছে। সাথে সাথে ভাইরাল হয়ে গেছে ভিডিও। ভিডিওটি একটু নজর করে দেখলেই প্রদীপটির নতুনত্ব চোখে পড়বে।

কীভাবে দীর্ঘক্ষন জ্বলবে এই প্রদীপটি?

এই প্রদীপের মধ্যে এমন একটি ব্যবস্থা করা আছে যার জন্য সলতের কাছে জ্বালানি তেলের স্তর একই থাকবে। প্রদীপের সলতে থাকে যে অংশে তার ওপরেই ফোটা ফোটা করে তেল পড়বে। এর ফলে যদি সলতের অংশে তেলের কিছুটা কমে ও যায় তবু চিন্তা করবার প্রয়োজন নেই, বারবার তেল দেওয়ার ও প্রয়োজন নেই, মাত্র একবার তেল দিলেই এই প্রদীপ টানা ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। পুনরায় তেল দিলে আরও ২৪ ঘন্টা। এই ভাবে প্রদীপ না নিভিনেই তা দীর্ঘায়িত করা যাবে।

অশোক বাবুর এই নতুন আবিষ্কারের কথা জানতে পেরে মানুষের মাটির প্রদীপ কেনার উৎসাহ যেন দ্বিগুণ গতিতে বেড়ে গেছে। অশোক বাবুর কথাতেই তা পরিষ্কার। এর মধ্যেই বহু মানুষ অশোকবাবুর প্রদীপ বায়না করে রেখেছেন।