বোলপুরে নেমেই ছক্কা হাঁকালেন মমতা, তুলে ধরলেন অমর্ত্য সেনের অজানা নথি

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকাল বেলায় বীরভূমে নেমেই রীতিমতো ছক্কা হাঁকালেন। ব্যাট বল না থাকলেও তিনি যেভাবে এদিন বিভিন্ন নথি পেশ করেন তাতেই ছক্কা উঠে এলো। এমনকি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখার সময় ছক্কা হাঁকিয়েছেন তাও স্পষ্ট করে জানিয়ে দেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছক্কা হাঁকিয়েছেন মূলত যে বিষয়টি নিয়ে এখন বিশ্বভারতী ও শান্তিনিকেতনে সবচেয়ে বিতর্ক চলছে অর্থাৎ অমর্ত্য সেনের জমি। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অর্থনীতিবিদ অমর্ত্য সেন নাকি তার লিজের বাইরে ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। সেই জমি ফেরত পেতে তিনবার চিঠি দেওয়া হয়েছে।

জমি বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিভিন্ন নথি পেশ করে স্পষ্টভাবে জানিয়ে দেন ওই জমি অমর্ত্য সেনেরই। অমর্ত্য সেনের জমি সংক্রান্ত সেই সকল নথি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তার বাড়িতে গিয়ে নোবেল জয়ীর হাতে দিয়ে আসেন।

এর পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অমর্ত্য সেনের নোবেল পাওয়াকে কেন্দ্র করে যে প্রশ্ন তুলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ চক্রবর্তীর নাম না করে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘উনি কি নোবেল দাতা হয়ে গিয়েছেন নাকি?’

জমির বিভিন্ন নথি এদিন অমর্ত্য সেনের হাতে তুলে দেওয়া এবং সাংবাদিকদের সামনে পেশ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আভাস দিয়ে যান, এরপর তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। যদিও কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তা এখনই স্পষ্ট করেননি তিনি।