৬৪ বছরেও ফিট মমতা বন্দ্যোপাধ্যায়, পাহাড়ি পথে দৌড়ে হার মানালেন সবাইকে

নিজস্ব প্রতিবেদন : বিরোধীদলীয় নেত্রী হিসাবে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে বরাবর ছুটে গিয়েছেন, তবে তা বদল হয়নি শাসনে আসার পরেও। নির্বাচনী প্রচার থেকে শুরু করে নানান ইস্যুতে পথে নামেন তিনি। অন্যান্যরা ক্লান্ত হয়ে পড়লেও তাঁর চোখে-মুখে দেখা যায়না ক্লান্তির ছাপ। ৬৪ বছর বয়সে দাঁড়িয়েও তিনি যে কতটা ফিট তা আবার প্রমাণ করলেন পাহাড়ি পথে দৌড়ে, দৌড়ে হার মানালেন সবাইকে।

দিন কয়েক আগেই ঠাসা কর্মসূচি নিয়ে পাহাড় সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের পাহাড়ের প্রকৃতিকে উপভোগও করেন তিনি। আর কাজের ফাঁকে শরীরচর্চার দিকেও নজর ছিল তাঁর। তাইতো পাহাড় সফরে গিয়ে ভোরবেলায় পাহাড়ি পথে হাঁটতে বের হন তিনি। কার্শিয়াংয়ের পাহাড়ি পথে রীতিমতো জগিং করতে দেখা গেল তাঁকে। আর জগিংয়ের সেই ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করতেই হয়ে পড়ে।

ভিডিও পোস্টের পাশাপাশি তিনি স্বাস্থ্যসচেতনতার বার্তাও দেন। তিনি লেখেন, “সুস্বাস্থ্যই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাতঃভ্রমণের মতো একটি ভালো অভ্যাসই আমাদের সুস্থাস্থ্যের অধিকারী করতে পারে। উত্তরবঙ্গ সফরে কার্শিয়াঙের পাহাড়ি রাস্তায় মনোরম পরিবেশে প্রাতঃকালীন এই হাঁটা এবং দৌড় সারাদিন অক্লান্তভাবে কাজ করতে সহযোগিতা করবে। সুস্থ থাকতে হাঁটার বিকল্প কিছু নেই।”

এমন স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিয়েছেন বারবার। তিনি বেছে নিয়েছেন যোগাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগার ভিডিও এর আগেও একবার ভাইরাল হয়েছিল।