রাখে হরি মারে কে! দোতালার বারান্দা থেকে পরা শিশুর প্রাণ বাঁচালো রিকশা

নিজস্ব প্রতিবেদন : দোতালার বারান্দা থেকে সটান এক শিশু পড়লো নীচে। কিন্তু তাহলেও বেঁচে যায় ওই শিশু শুধুমাত্র একটি রিকশার কারণে। যাকেই বলে ‘রাখে হরি মারে কে!’ বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের টিকমগড় জেলায়। সিসিটিভি ফুটেজের সেই মুহূর্তের ছবিতে দেখা যাচ্ছে, একটি সরু গলি দিয়ে চলে আসছে একটি রিকশা। আর হঠাৎ সেই রিকশার উপর উপর থেকে এসে পরে একটি শিশু। ঘটনা দেখতে পেয়েই আশেপাশের লোকজন ছুটে আসে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সেরকম কোনো চোট লাগেনি ওই শিশুটির। বলাই বাহুল্য, ওই শিশুটি রিকশার সিটের উপর এসে পরাতেই এযাত্রায় রক্ষা পান। কিন্তু প্রশ্ন হলো কিভাবে দোতলার বারান্দা থেকে ওই শিশুটি সটান নীচে এসে পড়লো।

সে বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, শিশুটির বাবা আশীষ জৈন জানিয়েছেন, দোতলার বারান্দায় খেলা করছিল ওই শিশুটি। খেলা করতে করতে রেলিঙে উঠে যায়, তারপর পা পিছলে গেলে নিচে এসে ওই রিকশার উপর পড়ে।