চিনের নয়া টার্গেটে ভারতের ডেপসং, দখলদারি চালাতে শুরু তোড়জোড়

নিজস্ব প্রতিবেদন : ১৫ জুন রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চিন ও ভারতীয় সেনার সংঘাতের পরও অশান্তির ছায়া দূর হলো না ভারত চিন সীমান্তে। সামনে এলো চিনের নয়া টার্গেট, এলো নয়া পরিকল্পনা। গালওয়ানের পর চিনা সেনাবাহিনীর নতুন লক্ষ্য এবার পূর্ব লাদাখের ডেপসং-এর দৌলত বেগ।

গালওয়ান উপত্যকায় সেদিন রাতে ভারত ও চিনা সেনাবহিনীর সংঘাতে শহীদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। কোনোরকম গোলাগুলি না করেই শহীদ হয়েছিলেন কর্নেল সহ আরও ১৯ জন সৈনিক। সর্বভারতীয় একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই আবার নতুন এলাকা দখলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে চিনা সেনা।

মে মাসের শুরুর দিক থেকেই LAC বরাবর লাদাখে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা যায়। দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটি পর্যন্ত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বরাবর ভারত একটি রাস্তা নির্মাণ করছে, এই রাস্তা নির্মাণ নিয়েই চিনের আপত্তি। গালওয়ান উপত্যাকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে না আসতেই নতুন টার্গেট করলো চিন। সূত্রে মারফৎ জানা গিয়েছে, চিনা বাহিনী প্রতিশ্রুতি না রেখে তাদের ট্যাংকও নিয়ে আসছে সীমান্তের দিকে।

তবে ডেপসংয়ে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা অনেক বেশি। গালওয়ান উপত্যকার শহীদ সৈনিকদের হয়ে চিনকে যোগ্য জবাব দিতে তৈরী ভারতীয় সেনাবাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে চিনের এমন বারংবার আগ্রাসী মনোভাব নিয়ে। কারণ গালিওয়ান উপত্যকার সংঘাতের পর দুই দেশের কমান্ডারদের আলোচনায় শান্তি বজায় রাখার কথা উঠে এসেছে। এমনকি চিনের বিদেশমন্ত্রক জানিয়েছিলেন, ভারত ও চিন সীমান্তে শান্তি বজায় রাখতে তারা তাদের বাহিনী ধীরে ধীরে পিছিয়ে নেবেন। কিন্তু চিনের কথার সঙ্গে তাদের কাজের কোন মিল নেই। বরং ভারতীয় এলাকাতেই নিজেদের ঘাঁটি করতে চায় চিন সেনারা, নিজেদের বাহিনী পিছিয়ে নেওয়া তো অনেক দূরের কথা। ইসরোর স্যাটেলাইট থেকে তোলা ছবিতে তা স্পষ্ট হয়ে ওঠে।

সম্প্রতি ইসরোর স্যাটেলাইট থেকে তোলা চিত্রে দেখা যাচ্ছে গালওয়ান নদীর গতিপথ আটকে রাখার চেষ্টা করছে চিনা বাহিনী। উপত্যকায় নিজেদের ঘাঁটি তৈরি করার চিত্র উঠে এসেছে উপগ্রহ থেকে তোলা ছবিটিতে। সামনে শান্তির বার্তা আর পিছনে যুদ্ধের মানসিকতা। তারই প্রমাণ দিচ্ছে উপগ্রহ চিত্রগুলি। যেদিন থেকে দুই পক্ষের সেনা ফিরিয়ে নেওয়ার কথা হয়েছে, সেদিন থেকেই চিনা বাহিনীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করা গিয়েছিল।

বিগত কয়েকদিনের প্রকাশিত নতুন নতুন স্যাটেলাইট চিত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে সন্দেহের কারণ। ছবিগুলিতে দেখা যাচ্ছে চিনা সেনাদের তৈরি করা ঘাঁটি। অবশ্য এর আগেও নদীর গতিপথ ভারতীয় এলাকায় প্রবেশের চেষ্টা করেছে চিন বহুবার। নদীতে বাঁধ দেওয়া ও বুলডোজার বা ট্যাংক জাতীয় ভারী গাড়ি নিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করার চিত্র ধরা পড়েছে উপগ্রহ চিত্রে।