বাজেটে নামগন্ধ নেই দাম বাড়ার, অথচ বাজারে চড়চড়িয়ে দাম বাড়লো সিগারেটের

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে কোন নামগন্ধ করা হয়নি। অথচ বাজেট পেশের একদিন আগে থেকেই খোলাবাজারে চড়চড়িয়ে দাম বাড়তে দেখা গেল সিগারেটের। শুধু দাম বাড়া নয়, পাশাপাশি অধিকাংশ সুপরিচিত কোম্পানির সিগারেটও উধাও হতে দেখা গেল বাজার থেকে। যার পরেই ক্ষুব্দ ধূমপায়ীরা।

মোটামুটি রবিবার থেকেই খোলা বাজারের বিভিন্ন জায়গায় কোথাও সিগারেটের দাম ২০%, কোথাও আবার ২৫-৩০% বেশি নিতে নজরে আসে। তবে শুধু এই দুই দিন নয় জানুয়ারি মাসের বেশিরভাগ দিন চড়া দামে সিগারেট কিনতে হয়েছে ধূমপায়ীদের বলে অভিযোগ। কিন্তু এই অস্বাভাবিক দরবৃদ্ধির পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে তা আজও পরিষ্কার নয়।

অন্যদিকে প্রতিবছর বাজেটের সময় সকলের নজর থাকে সিগারেট এবং তামাকজাত দ্রব্যের উপর কতটা দাম বৃদ্ধি করা হচ্ছে তার দিকে। এবারের বাজেটেও সেই দিকেই নজর ছিল অধিকাংশ ধূমপায়ীদের। কিন্তু বাজেট শেষে লক্ষ্য করা যায় সিগারেটের ক্ষেত্রে দামের কোন হেরফের নজরে আসেনি। কিন্তু তাতে কি! বিক্রেতারা তো আগে থেকেই দাম বাড়িয়ে বসে আছেন। এমনটাই বলছেন ধূমপায়ীদের একাংশ।

অন্যদিকে আবার বেশ কিছু খুচরা বিক্রেতা এবং ধূমপায়ীদের অভিযোগ, একশ্রেণীর স্টকিস্ট ও ডিস্ট্রিবিউটর আচমকা ৩০% দাম বৃদ্ধি করে মানুষকে বেশি দামে অভ্যস্ত করার চেষ্টায় রয়েছেন। আর এই ঘটনা প্রতিবার বাজেটের আগে লক্ষ্য করা যায়। বাজেটে দাম বৃদ্ধি হোক কিংবা না হোক আগে থেকেই দাম বাড়িয়ে বাজারে বিক্রি করা হয় সিগারেট।

তবে এক ব্যবসায়ী জানিয়েছেন, আগামী দিন কয়েকের মধ্যে সিগারেটের দাম বৃদ্ধি পেতে পারে। বাজারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে তিনি ৩০% দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন না।