সিগারেট নিয়ে কেন্দ্রের কড়া পদক্ষেপ!

চেন স্মোকারদের জন্য একটি কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ধূমপান ছাড়তে চেন স্মোকাররা অনেক সময়ই-সিগারেটের সাহায্য নেন৷ কিন্তু গবেষণা বলছে, নিকোটিনের মতই বিপজ্জনক ই-সিগারেট৷ এছাড়া একটা নেশা ছাড়ানোর জন্য, অন্য একটা নেশা সামগ্রী ব্যবহার করাও মোটেই ভাল নয় এবং তা আর একটা নেশা করাই সমান বলে দাবি গবেষকদের৷ এই যুক্তিতেই ই-সিগারেট নিষিদ্ধ করা প্রয়োজন বলে মত মোদি সরকারের৷

আইন অনুযায়ী, সিগারেট বা টোবাকো জাতীয় পণ্যকে নিষিদ্ধ করতে পারে না কেন্দ্রীয় সরকার৷ কেবলমাত্র এই জাতীয় পণ্যের বিক্রি নিয়ন্ত্রণ করতে পারে সরকার। সমীক্ষা বলছে, ই-সিগারেট খাওয়া বর্তমান প্রজন্মের কাছে একটা ফ্যাশনের বিষয় হয়ে উঠেছে৷ সেকারণেই ই-সিগারেটের বিক্রিও বেড়েছে৷ ফলে দিনদিন বাড়ছে এই সিগারেটের চাহিদা৷ আর এটাই বন্ধ করতে চায় কেন্দ্র।

তামাক ক্যান্সারের কারণ। যারা সিগারেট খান বা খান না, সবাই এটা জানে। গোপনে মদ ছাড়ানোর বিজ্ঞাপনের মতই সিগারেটের বাক্সে বড় বড় হরফে লেখা থাকে, ‘স্মোকিং কিলস’। কিন্তু এবার আর কোন সিগারেট প্যাকেটে লেখা থাকবে না ‘স্মোকিং কিলস’। সিগারেট নিয়ে এইরকমই একটি অভিনভ পদক্ষেপ নিল কেন্দ্র। সিগারেটের প্যাকেটে এখন আর লেখা থাকবে না “স্মোকিং কিলস”। পরিবর্তে লেখা থাকবে “স্মোকিং কিলস আর্লি”।

জানা গিয়েছে, এই নির্দেশিকাটি লাগু হতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে। সেইসঙ্গে তামাকজাত দ্রব্যের প্যাকেটে লেখা থাকবে ‘Tobacco causes painful death’ এবং ‘Tobacco causes cancer’ এই দুটি স্লোগান।

সম্প্রতি এপ্রসঙ্গে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তর।এর পাশাপাশি সিগারেটের প্যাকেটে থাকবে টোল ফ্রি নম্বর। ওই নম্বরে সরাসরি কল করলে সিগারেট থেকে মুক্তির উপায় সম্পর্কে বিশেষ ধারণা দিবে। টোল ফ্রি নম্বরটি হলো – 1800112356

বিভিন্ন তামাকজাত দ্রব্যের প্যাকেটে লেখা থাকবে, “টোব্যাকো কসেস পেইনফুল ডেথ” এবং “টোব্যাকো কসেস ক্যানসার”। সিগারেট নিয়ে সরকারের এই নয়া পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার।