সিনেমা ফ্লপ, এই সকল অভিনেতারা টাকা ফিরিয়ে দিয়ে গড়েছেন নজির

নিজস্ব প্রতিবেদন : বলিউডে ফ্লপ সিনেমার নিরিখে এবার চরম চর্চায় এসেছে ‘লাল সিং চাড্ডা’। আমির খান অভিনীত এই সিনেমাটি প্রায় আড়াই বছর ধরে তৈরি হয়। কিন্তু প্রত্যাশা মত বক্স অফিসে জায়গা করতে পারেনি। এমনকি এই সিনেমা একপ্রকার ফ্লপ বলেই ধরে নেওয়া হচ্ছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই সিনেমাটির সহ প্রযোজক যেহেতু আমির খান, তাই ক্ষতিগ্রস্ত পরিবেশকদের আংশিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছেন তিনি। তবে এর আগেও এমন নজির গড়েছেন অনেক অভিনেতা, যারা সিনেমা ফ্লপ হওয়ায় টাকা ফিরিয়ে দিয়েছেন।

১) শাহরুখ খানের দিলওয়ালে সিনেমার জন্য তিনি ৫০ শতাংশ ফিরিয়ে দিয়েছিলেন পরিবেশকদের। শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন অভিনীত এই সিনেমা প্রত্যাশা মতো বাজার করতে পারেনি।

২) এছাড়াও শোনা যায় শাহরুখ খান জব হ্যারি মেট সেজাল সিনেমা ব্যর্থতা হওয়ার পরেও শাহরুখ খান ক্ষতিপূরণ দিয়েছিলেন পরিবেশকদের। ইমতিয়াজ আলির এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন আনুষ্কা শর্মা।

৩) রজনীকান্ত অভিনীত বাবা সিনেমাটি রিলিজ হয়েছিল ২০০২ সালের ১৫ আগস্ট। এই সিনেমা ব্যর্থ হওয়ায় পরিবেশকদের টাকা ফিরিয়ে দিয়েছিলেন রজনীকান্ত। রজনীকান্তের টাকা ফিরিয়ে দেওয়ার এই খবর সামনে এনেছিলেন অক্ষয় কুমার।

৪) রামচরণ এবং চিরঞ্জীবী অভিনীত সিনেমা আচার্য ভালোভাবে ব্যবসা করতে পারেনি। এই ছবি ব্যর্থ হওয়ার পর তারা পরিবেশকদের ক্ষতিপূরণ দিয়েছিলেন বলে জানা যায়।

৫) সলমন খান অভিনীত টিউবলাইট সিনেমাটি প্রত্যাশা মত বক্স অফিসে হিট করতে পারেনি। কবীর খান পরিচালিত এই ছবি মুক্তি পায় ২০১৭ সালে। এই ছবিটি বক্স অফিসে হিট করতে না পারার কারণে সলমন খান ক্ষতিগ্রস্ত ডিস্ট্রিবিউটরদের ৩২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন।