সুপারস্টার বলে ছাড় নয়, পুরস্কৃত ভাইজনকে বিমানবন্দরে আটকানো CISF জওয়ান

নিজস্ব প্রতিবেদন : সুপারস্টার বলে ছাড়! এমনটা হতে পারে না। আইন এবং নিয়মের কাছে সবাই সমান। বিমানবন্দরে এমনটাই করে দেখালেন এক CISF জওয়ান। এমনকি বিমানবন্দরের নিয়ম না মানার ধরুন ভাইজানকে ধমকও দিয়ে ছিলেন। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ওই সেনা জাওয়ানের প্রশংসায় পঞ্চমুখ হন নেটিজেনরা। আর এবার সেই সেনা জওয়ানকে করা হলো পুরস্কৃত।

‘টাইগার ৩’ সিনেমার শুটিং-এর জন্য সলমন খান সম্প্রতি রাশিয়া পাড়ি দিয়েছেন। এই রাশিয়া যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে এমন ঘটনাটি ঘটেছিল। সল্লু ভাই রাশিয়া যাচ্ছেন এই খবর চাউর হতেই বিমানবন্দরে সাংবাদিক থেকে অন্যান্যদের ভিড় জমে ছিল। সেই সময়ই সলমন খান গাড়ি থেকে নেমে নিজের পোজ দিয়ে হাঁটতে হাঁটতে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

তবে সেই সময় তিনি ক্যামেরার দিকেই এতটা মশগুল ছিলেন যে বিমানবন্দরে ঢোকার আগে যে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য নিরাপত্তাবিধি পালন করতে হয় তা ভুলতেই বসেছিলেন। এই সময় বিমানবন্দরে ঢোকার আগেই পথ আটকানো ওই সিআইএসএফ জাওয়ান। ওই সেনা জওয়ান সলমনের এমন কান্ড দেখে রীতিমতো বিরক্ত হন এবং চিৎকার করে বলেন, আগেই নিয়ম মানুন, তারপর এই সব হবে।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললে শোনা যাচ্ছিল ওই সেনা জওয়ানের মোবাইল ফোন নাকি বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে করে তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে না পারেন। পাশাপাশি এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কোন সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন কিনা তাও খতিয়ে দেখা হবে বলে শোনা যাচ্ছিল। তবে মুম্বই বিমানবন্দরের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, কোন রকম শাস্তি দেওয়া হয়নি তাঁকে। যে খবর ছড়িয়েছে তা ভুয়ো।

পাশাপাশি CISF-এর তরফ থেকেও টুইট করে জানানো হয়েছে, ওই সেনা জওয়ানকে কোনভাবেই শাস্তির মুখে পড়তে হয়নি। বরং নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। মুম্বই বিমানবন্দরে তেমন নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করা CISF অফিসার হলেন সোমনাথ মোহান্তি। তিনি ওড়িশার বাসিন্দা।