টাকা দিয়ে পাওয়া যাবে ভ্যাকসিন, খুশির খবর দিলো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : করোনা থেকে রক্ষা পাওয়ার দাওয়াই হিসাবে ভারতে গত জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে শুরু করা হয়েছে টিকাকরণ। তবে প্রথম ধাপের টিকাকরণের বলা হয় ৩ কোটি কোভিড যোদ্ধাদের বিনামূল্যে টিকাকরণ করানো হবে। আর সেই প্রথম পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া প্রায় সমাপ্ত হওয়ার মুখে এবং দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হওয়ার পর্যায়ে রয়েছে। আর তখনই কেন্দ্র সরকারের তরফ থেকে খুশির খবর দেওয়া হলো যারা ভ্যাকসিন নিতে চান তাদের জন্য।

দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে সাধারণ মানুষকে। ভ্যাকসিন পাবেন ৬০ বছরের বেশি বয়স্ক নাগরিকরা এবং ৪৫ বছরের বেশি বয়স্ক যে সকল সাধারণ নাগরিকদের কো-মর্বিডিটি রয়েছে তারা। আর এই সকল ব্যক্তিদের সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।

তবে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বুধবার জানান, ১লা মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে এবার বেসরকারি হাসপাতাল থেকেও তা পাওয়া যাবে। দ্বিতীয় ধাপে ১০,০০০ সরকারি ভ্যাকসিন প্রদান কেন্দ্র এবং ২০,০০০ বেসরকারি কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান শুরু হবে। সরকারি কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, তবে বেসরকারি কেন্দ্রগুলি থেকে ভ্যাকসিন নিতে হলে টাকা খরচ করতে হবে।

তবে এখনো পর্যন্ত বেসরকারি কেন্দ্রগুলিতে কত দাম পড়বে অথবা বেসরকারি কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য বয়সের ক্ষেত্রে কোন নিয়ম রাখা হচ্ছে কিনা তা এদিন স্পষ্ট করে জানান নি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন আগামী তিন-চার দিনের মধ্যে দাম ধার্য করা হবে। অর্থাৎ কেন্দ্র সরকারের এই ঘোষণায় পরে যে সকল ব্যক্তিরা ভ্যাকসিন নিতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। কারণ ইচ্ছে করলে এবার তারা টাকা দিয়ে যেকোনো সময় তারা ভ্যাকসিন পেতে পারেন।

[aaroporuntag]
অর্থাৎ এর আগে পর্যন্ত ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে যে সরকারই বাধ্যবাধকতা রাখা হয়েছিল তা এবার তুলে নেওয়া হলো। এর পরেই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি সবার জন্য ভ্যাকসিন উপলব্ধ হতে চলেছে।