রামপুরহাট পৌরসভায় কোন ওয়ার্ডে কোন প্রার্থী কত ব্যবধানে জয় পেলেন

নিজস্ব প্রতিবেদন : সদ্যসমাপ্ত হওয়া পৌরসভা নির্বাচনে বীরভূমের পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ হয়। এই পাঁচটি পৌরসভা হল সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, দুবরাজপুর এবং রামপুরহাট। এইসকল পৌরসভার অধিকাংশ ওয়ার্ডেই শাসক দল তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তবে বাকি ওয়ার্ডগুলিকে গত রবিবার ভোটগ্রহণের পর বুধবার ফল প্রকাশিত হলো।

এই পাঁচটি পৌরসভার মধ্যে রামপুরহাট পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডের ফলাফল প্রকাশ হলো। রামপুরহাট পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ড আগেই শাসক দল তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। উল্লেখযোগ্য বিষয় হল রামপুরহাট পৌরসভায় জেলার একমাত্র বিরোধী প্রার্থী হিসেবে বাম প্রার্থী সঞ্জীব মল্লিক জয়লাভ করেছেন।

রামপুরহাট পৌরসভার ফলাফল

১ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী অষ্টম মন্ডল। তার প্রাপ্ত ভোট ২৭৭৪। জয়ের ব্যবধান ২০৬৯।

২ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী প্রকাশ মন্ডল। তার প্রাপ্ত ভোট ২১৩৪। জয়ের ব্যবধান ২০১৪।

৩ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী অর্ণব গাঙ্গুলি। তার প্রাপ্ত ভোট ১৫৫৪। জয়ের ব্যবধান ১২৪২।

৫ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী মীনাক্ষী ভকত। তার প্রাপ্ত ভোট ৯৬৭। জয়ের ব্যবধান ৭২২।

৬ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সুপর্ণা সাহা। তার প্রাপ্ত ভোট ১৬৭৪। জয়ের ব্যবধান ১৪৯৯।

৭ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী অশ্বিনী তেওয়ারী। তার প্রাপ্ত ভোট ২৩৭৪। জয়ের ব্যবধান ২১৯৯।

৮ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী প্রিয়নাথ শাহ। তার প্রাপ্ত ভোট ১৯৯৮। জয়ের ব্যবধান ১০৩৮।

১০ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী রশিদা খাতুন। তার প্রাপ্ত ভোট ১১৯৮। জয়ের ব্যবধান ৮৮৫।

১১ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। তার প্রাপ্ত ভোট ১৮৫৭। জয়ের ব্যবধান ১৬৩৬।

১২ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সুব্রত মাহারা। তার প্রাপ্ত ভোট ৮৯৪। জয়ের ব্যবধান ৭১০।

১৪ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সুধধন ব্যানার্জী। তার প্রাপ্ত ভোট ১০২৬। জয়ের ব্যবধান ২৬৩।

১৬ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী নুপুর আইচ। তার প্রাপ্ত ভোট ১৯৯৫। জয়ের ব্যবধান ১৪৬২।

১৭ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। তার প্রাপ্ত ভোট ১২৬৭। জয়ের ব্যবধান ১৫৩।