সাঁইথিয়া পৌরসভার কোন ওয়ার্ডে কে কত ব্যবধানে জয়লাভ করলেন

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনে ভালো ফলাফলের পর আগেই আশা করা হয়েছিল পৌরসভা নির্বাচনেও শাসকদল তৃণমূল ভালো ফলাফল করবে। ফলাফলের নিরিখে বীরভূম অন্যান্য জেলার তুলনায় কয়েক ধাপ এগিয়ে। বীরভূমে যে পাঁচটি পৌরসভার নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে সেই প্রতিটি পৌরসভায় জয়লাভ করতে সক্ষম হয়েছে।

বীরভূমের সদ্য সমাপ্ত হওয়ার পাঁচটি পৌরসভার মধ্যে সাঁইথিয়া পৌরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল শাসকদল তৃণমূল। কেবলমাত্র দুটি পৌরসভায় প্রতিদ্বন্দী থাকার কারণে ভোট হয়। এই দুটি পৌরসভার ভোটের ফলাফল প্রকাশ হলো বুধবার।

বুধবার সাঁইথিয়া পৌরসভার যে দুটি ওয়ার্ডে ভোট হয়েছে সেই দুটি ওয়ার্ডের ইভিএম খোলা হয় সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে। ইভিএম খোলার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করা যায় শাসকদল তৃণমূল বিরোধীদের অনেক পিছনে ফেলে তরতরিয়ে এগিয়ে যেতে শুরু করে। ফলাফলের নিরিখে এই দুটি ওয়ার্ডেই শাসকদল তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে।

১২ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী অশোক চট্টরাজ। তার প্রাপ্ত ভোট ২২৪৫। জয়ের ব্যবধান ৮২৪।

১৯ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ মন্ডল। তার প্রাপ্ত ভোট ১৮২৪। জয়ের ব্যবধান ১৩৫০।