রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বোলপুর সুপার স্পেশালিটি

অমরনাথ দত্ত : বোলপুর সুপার স্পেশালিটিতে ডায়রিয়া আক্রান্ত এক রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। মৃত ওই রোগী আজ ভোররাতে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। তারপর দুপুর বেলায় ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ঘটনাক্রমে তারপরেই মৃত্যু হয় ওই রোগীর।

রোগীর পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রেহেনা বিবির। পরিবারের অভিযোগ, “আজ ভোর রাতে রোগীকে হাসপাতালে ভর্তি করার পর দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলেও দেখা মেলেনি চিকিৎসকের। চিকিৎসা না পাওয়াতেই মৃত্যু হয়েছে রেহেনা বিবির।”

বছর ৩২-এর রেহেনা বিবির বাড়ি বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত সংসদ গ্রামের। তার মৃত্যু ঘিরে আজ সন্ধ্যায় উত্তাল হয়ে ওঠে বোলপুর সুপার স্পেশালিটি। রোগীর আত্মীয়রা হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি তারা হাসপাতালে ভাঙচুর চালানোর চেষ্টাও চালায়।

ঘটনার খবর পেয়ে হাসপাতাল চত্বরে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।