প্যারা টিচারদের বেতন বৃদ্ধির ঘোষণা মমতার, অবসরকালীন মিলবে এককালীন টাকা

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে অজস্র প্রতিশ্রুতি পেলেন রাজ্যের বাসিন্দারা। একাধিক প্রকল্প এবং প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণার পাশাপাশি শুক্রবার এই অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্যারা টিচারদের বেতন বৃদ্ধি এবং তাদের অবসরের সময় এককালীন টাকা দেওয়ার ঘোষণা করেন।

রাজ্যের প্যারা টিচারদের বেতন পরিকাঠামো সুনির্দিষ্ট করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে আবেদন করা সত্ত্বেও কোনো সুরাহা না মেলায় নতুন বছরে এই সকল প্যারা টিচারদের আন্দোলন আরও গভীর হয়। এমনকি শুক্রবারই যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্তর্গত বাজেট পেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন প্যারা টিচারদের নবান্ন অভিযানকে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় সুবোধ মল্লিক স্কোয়ারে।

আর বিধানসভা নির্বাচনের আগে এই সকল অস্বস্তিকর পরিস্থিতির টানাপোড়েনে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটে রাজ্যের প্যারা টিচারদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি করার ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন, এই ৩ শতাংশ হারে প্রতি বছর প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হবে। এর পাশাপাশি তার ঘোষণা, প্যারা টিচারদের অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা দেওয়া হবে।

তবে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অন্তর্বর্তী বাজেট পেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নির্বাচনের আগে কিভাবে রাজ্য পূর্ণ বাজেট পেশ করতে পারে?” পাশাপাশি তাঁর দাবি, “এটা বাজেট নয়, এটা তৃণমূলের ভোট ইশতেহার।”