বিদেশের মাটিতেও মুখ্যমন্ত্রীর প্রতিভা! এবার সুর তুললেন পিয়ানোয়

নিজস্ব প্রতিবেদন : কথায় আছে প্রতিভা লুকিয়ে রাখা যায় না। আর সেটাই বারবার প্রমাণ করতে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay)। ১১ দিনের জন্য তিনি বিদেশ সফরে রয়েছেন। তার বিদেশ সফর শুরু হয় দুবাই (Dubai) দিয়ে এবং পরে পৌঁছে যান স্পেন (Spain)। আর এই বিদেশ সফরের মধ্যেই বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাদ্রিদের রাস্তায় প্রথম দেখা যায় একেবারে অন্য মেজাজে। প্রথম দিন তিনি সুর তুলেছিলেন অ্যাকর্ডিয়ানে, আর এবার দ্বিতীয় দিনেও তাকে একই রকম মেজাজে দেখা গেল পিয়ানোয় সুর তুলে।

বিদেশের মাটিতে পিয়ানোর সুরে সেই বাংলার এবং বাঙ্গালীদের জয়জয়কারই করতে দেখা গেল তাকে। বুধবার তিনি অ্যাকর্ডিয়ানে মাদ্রিদের রাস্তায় সুর তুলেছিলেন ‘আমরা করব জয়’ গানে আর এবার তিনি সুর তুললেন ‘ফুলে ফুলে ঢলে ঢলে’তে। বিদেশ সফরে গিয়ে এমন সুরেলা মেজাজে মুখ্যমন্ত্রীর ভিডিও ক্যামেরাবন্দি হতেই তা ভাইরাল হয়। একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তবে সেগুলির মধ্যে নজর কেড়েছে মুখ্যমন্ত্রীর পিয়ানো বাজানোর দুটি ভিডিও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ দিনের বিদেশ সফরের মধ্যে এখন তিনি দুবাই (Dubai) থেকে রয়েছেন স্পেনে (Spain)। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি লা লিগার প্রেসিডেন্টের বৈঠক করেন। যে বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের শীর্ষকর্তারা। এই বৈঠক থেকেই একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয় রাজ্য ফুটবলের উন্নতি ঘটাতে। রাজ্যে লা লিগার উদ্যোগে একটি ফুটবল অ্যাকাডেমি তৈরি করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফর মূলত দেশে বাণিজ্য ডেকে আনা। বাণিজ্যের পাশাপাশি বইমেলা এবং খেলাধুলার ক্ষেত্রেও অগ্রগতি তৈরি করার লক্ষ্য নিয়ে তিনি বিদেশ সফরে এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে চলেছেন। তিনি বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি এই সকল ক্ষেত্রেও যাতে অগ্রগতি আসে তার জন্য বৈঠক সারছেন। এই সকল বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রীকে একেবারে পরিচিত রূপেই দেখা যাচ্ছে।

অন্যদিকে এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে একটি সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, টেক্সটাইল শিল্পের অন্যতম সংস্থা Tempe Grupo Inditex (Zara) রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী। পশ্চিমবঙ্গে উৎপাদন করার জন্য বেসরকারি সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব করবে। চলতি বছর ক্রিসমাসের আগেই উৎপাদন শুরু করে দেবে এই সংস্থা। উৎপাদনের জন্য যে কারখানা তৈরি হবে তার জন্য সাহায্য করবে রাজ্য সরকার। আনুমানিক ১০০ একর জমির উপর এই কারখানা তৈরি হতে পারে।