মমতা বন্দ্যোপাধ্যায় খোদ গাইলেন ‘জাগো দুর্গা’, দেবী বন্দনায় মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে বারংবার দেখা গিয়েছে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কলম ধরতে। কলম ধরে তিনি কেন্দ্র সরকারের একাধিক পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে। আবার করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে তিনি গান লিখেছেন, সুরও দিয়েছেন। আর এসবের পাশাপাশি এবার গানও গাইলেন তিনি। মহালয়ায় দেবী বন্দনায় মাতলেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজে ‘জাগো দুর্গা’ গানটি গেয়ে তাঁর ফেসবুক পেজে আপলোড করেছেন। আর নিজের গলায় গাওয়া ‘জাগো দুর্গা’ আপলোড করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, “মা আসছেন। শারদীয়ার শুভক্ষণে জাগছে আলোর ভুবন। মা দুর্গার আগমনে মুছে যাক সমস্ত গ্লানি, ঘুচে যাক জরা। ব্যাধির প্রকোপকে জয় করে, প্রাকৃতিক দুর্যোগে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির বাধা টপকে বাংলা এগিয়ে যাক উন্নতির শিখরে। বাংলার সমস্ত মানুষের জন্য মঙ্গল কামনা করে মহালয়ার পুণ্য তিথিতে মা দুর্গার চরণে প্রণাম জানিয়ে আমার শারদ অর্ঘ্য নিবেদন করলাম।”

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রথম আলাদা ছন্দে দেখা যাচ্ছে তা নয়। এর আগেও বারংবার তার দেখা মিলেছে নানান ছন্দে। এমনকি শেষ লোকসভা নির্বাচনের ফলাফলের আগের দিন তিনি সিন্থেসাইজারে আঙুলের স্পর্শে ফুটিয়ে তুলেছিলেন, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো আরও আরও দাও প্রাণ।’

অন্যদিকে আবার বাঙ্গালীদের মন পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আপামর বাঙালিকে মহালয়ার শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তারপরেই সন্ধ্যাবেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গেয়ে মায়ের পায়ে শারদ অর্ঘ্য নিবেদন।