শুভেন্দুর গড়ে মুখ্যমন্ত্রীর ৮ টি বার্তা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূলের অন্দরে চরম কোন্দল। সদ্য পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ দিয়েছেন। আর তার পদত্যাগ দেওয়ার পর শুরু হয়েছে দলবদলের জল্পনা। আর এর মধ্যেই মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভায় সকলের মধ্যে কৌতূহল একটাই এই সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তার দিকে। চলুন দেখে নেওয়া যাক সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে উঠে আসা ৮ টি গুরুত্বপূর্ণ বার্তা।

Advertisements

১) সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক আন্দোলনের সাথে থাকার অঙ্গীকার করেন। নতুন ধান হাতে তুলে দিন তাকে এই অঙ্গীকার করতে দেখা যায়।

Advertisements

২) নির্বাচনের আগে মহিলা কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন হাতা খুন্তি নিয়ে মহিলা কর্মীদের রাস্তায় নামতে।

Advertisements

৩) এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করছে কিনা তার দিকে নজর রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ব্লকে ব্লকে আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেন।

৪) মেদিনীপুরের মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি এই তিন দলকে জোরালো আক্রমণ করেন।

৫) আগুন নিয়ে খেলা করতে নিষেধ করেন। এপ্রসঙ্গে তিনি বলেন বিজেপি অথবা বিজেপির বন্ধু কেউ তৃণমূলের ক্ষতি করবে মনে করলে আমি বলছি আগুন নিয়ে খেলবেন না।

৬) বিজেপি চুরির টাকা রাখার ব্যাঙ্ক। যে কারণে বিজেপি করা এখন ফ্যাশন হয়ে গেছে। ওরা সরকার ভাঙছে, দল ভাঙছে।

৭) বিজেপির কাছে টাকা আছে, গুন্ডা আছে, ক্ষমতা আছে। ওরা ভয় দেখায়, কিন্তু তৃণমূলের মত কর্মী নাই। তৃণমূল কর্মীরা হলো সোনার ধান, যা বিজেপির কাছে নাই।

৮) তাজপুরের রাজ্য সরকার গভীর সমুদ্র বন্দর তৈরি করবে। এই সমুদ্র বন্দর তৈরি করতে খরচ হবে ১৫ হাজার কোটি টাকা। আর এখানে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

Advertisements