স্মার্ট কার্ড না পেলেও মিলবে স্বাস্থ্যসাথী পরিষেবা, ফের নয়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার জন্য ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে সবার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের দরজা খুলে দিয়েছেন। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের লক্ষ লক্ষ নাগরিক এই প্রকল্পের জন্য আবেদন করেন। কিন্তু প্রত্যেকের কাছে এখনও স্মার্ট কার্ড পৌঁছায়নি। যা নিয়েই ফের নতুন ঘোষণা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

সরকারি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বহু মানুষের হাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্ট কার্ড পৌঁছে গেছে। তবে পাশাপাশি আবেদন করা সত্ত্বেও অজস্র মানুষের হাতে এখনো এই স্মার্ট কার্ড পৌঁছায়নি। যে কারণে যাদের হাতে এখনো স্মার্ট কার্ড পৌঁছায়নি তারা বিরক্ত হচ্ছেন। আর এই সমস্যা সমাধানের জন্য হুগলির পুরশুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটের আগেই সকলের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে যারা পাবেন না তাদের হাতে অস্থায়ী স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দেওয়া হবে। আর সেই কার্ড থেকেই চিকিৎসা করাতে পারবেন তারা”

কিন্তু কেন স্মার্ট কার্ড পৌঁছানো যাচ্ছে না? কারণ হিসাবে মুখ্যমন্ত্রী বলেন, “যান্ত্রিক গোলযোগের কারণে অনেকের হাতেই এখনও অনেকে স্মার্ট কার্ড পান নি।” অন্যদিকে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেই স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডে পরিষেবার না দেওয়ার অভিযোগ সামনে আসছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, “কোন বেসরকারি হাসপাতাল পরিষেবা দিতে না চাইলে থানায় অভিযোগ করার।”

পাশাপাশি তিনি সেই সকল বেসরকারি হাসপাতালগুলিকে যারা পরিষেবা দিচ্ছে না তাদের পুনরায় সতর্ক করে বলেন, “পরিষেবা দিতে না চাইলে হাসপাতালে লাইসেন্স বাতিল করা হবে।” পাশাপাশি তিনি নাগরিকদের পরামর্শ দেন কোথাও কোনো রকম অসুবিধা হলে কার্ডের পিছনে দেওয়া নম্বরে অভিযোগ জানাতে। অন্যদিকে সোমবারের এই সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এটা অভিযোগ করেন যে, “বিজেপি স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মিথ্যা প্রচার করছে।”

প্রসঙ্গত, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘোষণা করতে শোনা গিয়েছিল, যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন অথচ হাতে স্মার্ট কার্ড পাননি তাদের দুশ্চিন্তা করার কোন প্রয়োজন নেই। প্রকল্পে নাম থাকলেই পরিষেবা পাওয়া যাবে। এর পরে পুনরায় এদিনের অস্থায়ী স্বাস্থ্যসাথী কার্ডের ঘোষণা করলেন তিনি।