হালকা শীত পড়তেই রোদে বসে দুষ্টুমি ২ বিশালাকার কোবরার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যুগলদের কাছে সবচেয়ে প্রিয় কাল হলো শীতকাল (winter season)। কারণ এই সময় পরিবেশ থাকে একেবারে মনোরম, এখানে ওখানে ঘুরে বেড়াতে কোন কষ্ট পেতে হয় না। আর এই শীতকালকে কেবলমাত্র মানুষেরাই উপভোগ করেন এমনটা নয়, মেরুদন্ডী ও অমেরুদন্ডী সব ধরনের প্রাণীরাও এই শীত কালকে উপভোগ করে থাকে। ঠিক তেমনি লক্ষ্য করা গেল দুই বিশালাকার কোবরা সাপের (Cobra Snake) ক্ষেত্রে।

Advertisements

সম্প্রতি হালকা শীতের আমেজ শুরু হতেই এমনই এক দুষ্টুমির ছবি ধরা পড়ল দুই বিশালাকার কোবরা সাপের ক্ষেত্রে। এই দুটি সাপকে রোদে বসে দুষ্টুমি করতে দেখা গেল বিহারের পাটনার চিড়িয়াখানায় (Zoo)। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা ভাইরাল (viral video) হয়ে পড়ে।

Advertisements

সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন বিহার সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান সচিব দীপক কুমার সিং। আপলোড হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হালকা শীতের মরশুমে রোদে বসে বেশ কিছুটা সময় কাটাচ্ছে দুটি কোবরা সাপ। তাদের দুজনের এইভাবে পরস্পরের সঙ্গে বসে সময় কাটানো নজর কেড়েছে নেটিজেনদের।

Advertisements

ভিডিওটি আপলোড করার পাশাপাশি পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান সচিব দীপক কুমার সিং লিখেছেন, “এক জোড়া ভারতীয় কোবরা পাটনা চিড়িয়াখানায় শীতল আবহাওয়া উপভোগ করছে। তাদের ভয়ঙ্কর ফণা ও ভয় দেখানোর সোজা ভঙ্গি দেখুন। তারা গ্রহের সবচেয়ে আইকনিক সাপের মধ্যে বিবেচিত হয়।”

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই দুটি সাপ রোদের মধ্যে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি বেশ কিছুক্ষণ পার হওয়ার পর লক্ষ্য করা যায়, খেলার ছলে একটি কোবরা আরেকটি কোবরাকে আক্রমণ করার চেষ্টাও চালাচ্ছে। এরপর তারা আবার নিজেদের আগের অবস্থানে ফিরে আসে। তারপর তারা আবার তাদের ফণা উঁচু করে থাকে।

Advertisements