স্থগিত হয়ে গেল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ, নেপথ্যে মন্ত্রীকন্যা অঙ্কিতা

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি কান্ড নিয়ে সরগরম রাজ্য। এই দুর্নীতি মামলায় একের পর এক মন্ত্রীদের নাম জড়াতে শুরু করেছে। শুধু নাম জড়ানো নয়, পাশাপাশি সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতাকে। এর পাশাপাশি হাজিরা দিতে হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে।

পরেশ অধিকারীকে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েই সবকিছু শেষ হয়ে যায়নি। এর পাশাপাশি এই দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে তার মেয়ে অঙ্কিতা অধিকারীর। বেআইনিভাবে মেধাতালিকা টপকে চাকরিতে নিয়োগ হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি তিনি এ যাবৎ যে বেতন পেয়েছিলেন তাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরেই দেখা যায় অঙ্কিতা অধিকারীর নাম উঠে এসেছে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায়। স্কুলশিক্ষিকার চাকরি যাওয়ার পর হঠাৎ করেই কলেজ সার্ভিস কমিশন তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম উঠে আসতেই শুরু হয় বিতর্ক। এরপরেই কলেজ সার্ভিস কমিশন এই ইন্টারভিউ স্থগিত করে দিল।

কলেজ সার্ভিস কমিশন শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কমিশনের সংস্কার কাজ চলার কারণে জুন মাসে কোন ইন্টারভিউ প্রক্রিয়া হবে না। এই বিজ্ঞপ্তির পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর নাম তালিকায় উঠে আসার পরিপ্রেক্ষিতেই আপাতত স্থগিত করে দেওয়া হল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ প্রক্রিয়া!

অন্যদিকে এই এসএসসি দুর্নীতি কান্ড সামনে আসার পর জানা যাচ্ছে, কেবলমাত্র পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী নয়, পাশাপাশি তার কাছের দূরের অন্ততপক্ষে ২৫ জন আত্মীয় সরকারি চাকরি করেন। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের মতই কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে ২০১৮-র নিয়োগ না পাওয়া মেধা তালিকাভুক্ত প্রার্থীরা দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। কিছুদিন ধরে সেই আন্দোলন চরমে পৌঁছেছে।