স্থানীয়দের উদ্যোগেই দ্বারকা নদীর উপর চলছে বাঁশের অস্থায়ী সেতু তৈরির কাজ

নিজস্ব প্রতিবেদন : পুজোর আগেই টানা ৬ দিনের বৃষ্টিতে ডেউচা জলাধার থেকে জল ছাড়া হয় দ্বারকা নদীতে। সেই জলের তোড়ে ভেঙে যায় পুরাতন গ্রামের দ্বারকা নদীর ভাঁসা সেতু। এই রাস্তাটি আঙ্গারগড়িয়া থেকে সেকেড্ডা হয়ে সোঁতসাল ও গণপুর যাওয়ার রাস্তা। এই রাস্তার ওপর নির্ভর করছে প্রায় ২০ থেকে ৩০ টি গ্রাম।

ভাসা ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সেকেড্ডা সহ বাকি গ্রামের গ্রামবাসীদের আঙ্গারগড়িয়া ও ব্লক আসতে গেলে প্রায় ২০ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এছাড়াও রয়েছে আরও এক বড় সমস্যা। সেকেড্ডা গ্রামে সপ্তাহে দুদিন সবজি বাজার বসে। কিন্তু সেতু ভেঙ্গে যাওয়ায় কাঁচা সবজি পাচ্ছে না অন্য তীরের গ্রামের বাসিন্দারা। ফলে সমস্যায় পড়তে হয়েছে এই পাড়ের মানুষদের।

তবে পুজোর সময় দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাধ্য হয়ে স্থানীয় মানুষজন বাঁশ দিয়ে তৈরি করে একটি অস্থায়ী সেতু। সেই সেতু দিয়েই শুরু হয় সাইকেল ও মোটর সাইকেল নিয়ে পারাপার। কিন্তু মঙ্গলবার আবার হঠাৎ নদীতে জল ছেড়ে দেওয়াই ভাসিয়ে নিয়ে চলে যায় সেই বাঁশের তৈরি অস্থায়ী সেতুটিও।

ফলে পুনরায় অসুবিধার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তবে তারাও থেমে নেই, এলাকার কিছু মানুষের সহযোগিতায় আবার নতুন করে শুরু হলো বাঁশ দিয়ে অস্থায়ী সেতু বানানোর কাজ।