বীরভূমে কনটেইনমেন্ট জোনের সংখ্যা পেরোলো ১০০, উদ্বেগ বাড়াচ্ছে রামপুরহাট

নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ পেরিয়ে উদ্বেগ বাড়াচ্ছে দেশের বাসিন্দাদের। ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছুঁইছুঁই। আর এই আক্রান্তের সংখ্যা নিরিখে পিছিয়ে নেই বীরভূমও। রাজ্য স্বাস্থ্য ভবনের শেষ রিপোর্ট অনুযায়ী বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গেছে। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ও মৃতের সংখ্যা বাদ দিয়ে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যাই ৪৪৫। আর এই এতো সংখ্যক করোনা আক্রান্তের সংখ্যায় জেলায় বেড়েছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। বর্তমানে বীরভূমে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ১০০ পেরিয়ে দাঁড়িয়েছে ১০২ এ। আর সবথেকে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রামপুরহাট মহকুমা এলাকা।

১০ই আগস্টের করোনা সংক্রান্ত রিপোর্ট থেকে জানা গিয়েছে বীরভূমে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৪১। এ যাবৎ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮৯ জন। করোনাই প্রাণ হারিয়েছেন ৭ জন। আর যার পরে জেলায় বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৫। তবে এই উদ্বেগের মাঝেও কিছুটা হলেও স্বস্তি জেলায় মৃত্যুহার। জেলায় মৃত্যুহার ০.৬৭%। তবে মোটেই আশাজনক নয় সুস্থ হয়ে ওঠার হার। বীরভূমে সুস্থ হয়ে ওঠার হার অন্যান্য জেলার তুলনায় অনেকটাই কম। জেলায় বর্তমানে সুস্থ হয়ে ওঠার হার ৫৬.৫৮%। আর যা নিয়েই রীতিমতো মাথাব্যথা জেলা প্রশাসনের।

কনটেইনমেন্ট জোনের তালিকা

বীরভূমের বর্তমানে মোট ১০২টি কনটেইনমেন্ট জোনের মধ্যে সবথেকে বেশি রামপুরহাট মহকুমা এলাকায়। রামপুরহাট মহকুমা এলাকায় বর্তমানে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা হলো ৮২ টি। অর্থাৎ অধিকাংশ কনটেইনমেন্ট জোনই রামপুরহাট মহকুমা এলাকার বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। অন্যদিকে বোলপুর মহকুমা এলাকায় কনটেইনমেন্ট জোন রয়েছে ৫ টি। বাকি ১৬ টি রয়েছে সিউড়ি সদর মহকুমা এলাকায়।