ভয়াবহ দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, সাহায্য পেতে ফোন করুন এই সকল নম্বরে

নিজস্ব প্রতিবেদন : ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express)। ওড়িশার বালেশ্বরের কাছে এমন দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেনটি শুক্রবার দুপুরবেলায় হাওড়ার শালিমার স্টেশন থেকে ছেড়েছিল। দুর্ঘটনার পর ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়েছে।

জানা গিয়েছে, ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস এদিন দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন থেকে ছাড়ে বিকেল ৪:৪৫ মিনিটে। এরপর সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ পৌঁছায় বালেশ্বরে। তারপরই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি ধাক্কা মারে একটি মালগাড়িতে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি কামরা বাদে সবকটি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। এতটাই জোরালো দুর্ঘটনা ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গিয়েছে।

সিগনালে ত্রুটি না-কি চালকের ভুল! কীসের জেরে এত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস, তা জানার চেষ্টা চলছে। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে শেষ আপডেট পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ইতিমধ্যেই আহতের সংখ্যা হু হু করে বাড়ছে। মৃতের সংখ্যাও বাড়ছে। তবে সংখ্যাটা এই মুহূর্তে কত তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। তবে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ৩০ বলে জানা যাচ্ছে আর এই সংখ্যা শতাধিক হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন ভয়াবহ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সাত থেকে আটটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

দুর্ঘটনার পরপরই রেলের তরফ থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্টেশনের ভিত্তিতে হেল্প লাইন চালু করা হয়েছে। যে সকল হেল্পলাইনগুলি হল হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 033 2638 2217, খড়গপুর ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর হল 8972073925/9332392339, বালাসোর ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বর 8249591559/ 7978418322 এবং শালিমার ডিভিশনের জন্য 9903370746।

অন্যদিকে এমন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা যাচ্ছে। খতিয়ে দেখা হবে কি কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। এমন ভয়াবহ দুর্ঘটনার পিছনে কি চালকের কোনরকম খামটি রয়েছে অথবা প্রযুক্তিগত কোন ত্রুটি রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।