উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণে বিশ্ব তালিকায় ভারত উঠে এলো ৩ নম্বরে

নিজস্ব প্রতিবেদন : ৬ই জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৪৮ জন। আর এর পরেই ভারতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন। অর্থাৎ সংক্রমণের সংখ্যা ৭ লক্ষ ছুঁইছুঁই। আর এর পরেই ভারত রাশিয়াকে টপকে সংক্রমণের তালিকায় বিশ্বে ৩ নম্বর স্থান অধিকার করল।

বিশ্বে সংক্রমণের নিরিখে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সবার প্রথমে রয়েছে। সেখানে মোট সংক্রমনের সংখ্যা ২৮ লক্ষ ৩৩ হাজার ৫৫২। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, যেখানে সংক্রমনের সংখ্যা ১৫ লক্ষ ৭৭ হাজার ৪ জন। আর ভারত ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ মোট সংক্রমণ নিয়ে তৃতীয় তালিকায়। ভারতে এদিন টপকেছে রাশিয়াকে, রাশিয়াতে বর্তমানে মোট সংক্রমণের সংখ্যা ৬ লক্ষ ৮১ হাজার ২৫১। এরপর যথাক্রমে রয়েছে পেরু, চিলি, ব্রিটেন, মেক্সিকো, স্পেন, ইতালি, ইরান এবং পাকিস্তান। পাকিস্তানের সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে বর্তমানে পৌঁছেছে ২ লক্ষ ৩১ হাজার ৮১৮ তে।

ভারতে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৩৫০ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৪ লক্ষ ২৪ হাজার ৪৩৩ জন। অন্যদিকে ভারতে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৪২৫ জন। দেশে মোট করোনাই প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৬৯৩ জন। মৃতের মোট সংখ্যাটাও ২০ হাজারের কাছাকাছি। আর এমতো অবস্থায় স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে দেশের বাসিন্দাদের মধ্যে।