৪ রাজ্য থেকে বাংলায় আসতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট, জানালো অথরিটি

নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে পড়ছে। দেশের পাশাপাশি বাংলার পরিস্থিতিও সঙ্কটজনক। সপ্তাহ খানেক ধরেই ঝড়ের গতিতে বাড়ছে বাংলায় আক্রান্তের সংখ্যা। এই আক্রান্তের সংখ্যায় লাগাম টানতে এবার রাজ্য সরকারের তরফ থেকে কড়া এক পদক্ষেপ নেওয়া হলো। জানানো হয়েছে দেশের চার রাজ্য থেকে বাংলায় আসতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট।

রাজ্য সরকারের এই নির্দেশের পর বুধবার এমনটাই টুইট করে জানিয়েছে কলকাতা এয়ারপোর্ট অথরিটি। কলকাতা এয়ারপোর্ট অথরিটি তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে যে সকল যাত্রীরা মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা এবং তেলেঙ্গানা থেকে আসবেন তাদের আবশ্যিকভাবে RT PCR নেগেটিভ রিপোর্ট আনতে হবে। সর্বোচ্চ ৭২ ঘন্টা আগের রিপোর্ট গ্রহণ করা হবে। এর পাশাপাশি তাদের তরফ থেকে এটাও জানানো হয়েছে এই সংক্রান্ত আরও বিস্তারিত জানার জন্য যাত্রীরা https://civilaviation.gov.in/en/covid-19 লিঙ্কে দেখতে পারেন।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি এতটাই খারাপ যে তা কার্যত আমেরিকাকেও চ্যালেঞ্জ করতে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় দেশে করণা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন। আর এই আক্রান্তের সংখ্যা অবশ্যই সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র ছাড়াও যে তিনটি রাজ্য থেকে বাংলায় আগমণের ক্ষেত্রে এমন রিপোর্ট নেগেটিভ দেখানোর কথা বলা হয়েছে তাদের অবস্থাও অন্যান্য রাজ্যের তুলনায়ও খুবই খারাপ।

[aaroporuntag]
আবার পশ্চিমবঙ্গের অবস্থাও যে আহামরি ভালো এমন কিছু নয়। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৮১৭ জন। প্রাণ হারিয়েছেন ২০ জন।