হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা

নিজস্ব প্রতিবেদন : দেশের পাশাপাশি ভোটমুখি বাংলাতেও প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এমত অবস্থায় দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বাংলা। গত বছর অর্থাৎ করোনার প্রথম ঢেউ যতটা না বেগ দিয়েছিল, তার থেকেও বেশি বেগ দিতে চলেছে এই দ্বিতীয় ঢেউ তা অনস্বীকার্য।

রাজ্য স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮১৭ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লক্ষ ২৪ হাজার ২২৪। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২৭৮ জন, মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৫ লক্ষ ৮৪ হাজার ৭৪০। তবে চিন্তার কারণ হলো মৃতের সংখ্যা।

স্বাস্থ্য ভবনের রিপোর্ট থেকে স্পষ্ট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তালে তাল মিলিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। যেখানে সপ্তাহ খানেক আগেই রাজ্যে মৃতের সংখ্যা দিনে ২ অথবা ৪ জন ছিল সেই জায়গায় গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ২০ জন। রাজ্যে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১০,৪৩৪। আর রাজ্যে বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৯ হাজার ৫০। সংখ্যাটা বেগ দিচ্ছে আমজনতা থেকে রাজ্য সরকারকে।

[aaroporuntag]
তবে এর থেকে চিন্তার বিষয় বীরভূমের করো না পরিস্থিতি। বীরভূম স্বাস্থ্য জেলা এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় তরফ থেকে দেওয়া শেষ রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় বীরভূম স্বাস্থ্য জেলায় নতুন করে করোনা আক্রান্ত ৩৭৭ জন, অন্যদিকে রামপুরহাট স্বাস্থ্য জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১০৫ জন। এই রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনার প্রাণ হারিয়েছেন ১ জন। দুই স্বাস্থ্য জেলার নিজে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৯।