বীরভূমে করোনায় প্রাণ হারালেন আরও ২ জন

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য দিনের তুলনায় শুক্রবার বীরভূমে কিছুটা হলেও কমলো করোনা আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যা কমলেও প্রাণহানির ধারাবাহিকতা বজায় রয়েছে সমানতালে। আর এই প্রাণহানির ঘটনা ধারাবাহিকতা বজায় রাখায় চিন্তা বাড়াচ্ছে আমজনতার।

শুক্রবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় রামপুরহাট স্বাস্থ্য জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ জন। অন্যদিকে বীরভূম স্বাস্থ্য জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৯ জন। অর্থাৎ দুই স্বাস্থ্য জেলা মিলে বীরভূমে মোট আক্রান্তের সংখ্যা ১৯৯। সংখ্যাটা গত কয়েক দিনের তুলনায় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন দু’জন। যে দু’জন প্রাণ হারিয়েছেন রামপুরহাট এবং বীরভূম স্বাস্থ্য জেলা থেকে একজন করে।

গতকাল পর্যন্ত বীরভূমে মোট মৃতের সংখ্যা ছিল ১০৮। এদিনের রিপোর্টের পর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১১০। বীরভূম স্বাস্থ্য জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৫ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৫ জন। এমনটাই জানা যাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী।

[aaroporuntag]
অন্যদিকে এদিনের পর বীরভূমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৩১। জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৯৩৫৪। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৪২২৫।