ছোট বড় নয়, দায়িত্বজ্ঞানহীনতার জন্যই ভারতে বাড়ছে করোনা

নিজস্ব প্রতিবেদন : ‘ছোট-বড়, কম বয়সী বা বয়স্ক নয়, ভারতে করোনা বাড়ছে মানুষের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই। যারা মাস্ক ব্যবহার করছেন না করোনা ছড়িয়ে পড়ার জন্য দায়ী তারাই।’ মঙ্গলবার এই ভাবেই করোনা নিয়ে মানুষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে কড়া বার্তা দিতে দেখা গেল আইসিএমআরের (ICMR) প্রধান বলরাম ভার্গবকে।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা। আর এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিএমআরের (ICMR) প্রধান বলরাম ভার্গব। সেখানেই তার মুখ থেকে এমন কড়া বার্তা শোনা যায়। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদের তরফ থেকে জানানো হয়, দেশে করোনা সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে ওঠার হার এবং মৃত্যুর হার বেশ ইতিবাচক।

এদিন আইসিএমআরের (ICMR) প্রধান বলরাম ভার্গব জানান, “কোনও নির্দিষ্ট বয়সিরা নন৷ বরং যাঁরা মাস্ক ব্যবহার করছেন না, অসতর্ক হয়ে থাকছেন, তাঁরাই ভারতে করোনা অতিমারিকে ছড়িয়ে দিচ্ছেন৷”

সংক্রমণের পরিসংখ্যান অনুযায়ী দেশে সংক্রমণের হারে কিছুটা লাগাম টানা সম্ভব হলেও প্রতিদিনের সংখ্যায় লাগাম টানা সম্ভব হচ্ছে না। বর্তমানে দেশের সুস্থতার হার বেড়ে ওঠার কারণেই সংক্রমণের হার কমেছে। তবে প্রতিদিনের সংখ্যার নিরিখে সংক্রমণের সংখ্যা প্রতিদিন ৬০ হাজারের উপরেই রয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সাফ কথা, নিয়ম মেনে চললে অর্থাৎ বাইরে বের হলেই যদি মানুষ মাস্ক ব্যবহার করে এবং সর্তকতা অবলম্বন করে চলেন তাহলে সংক্রমণ ঠেকানো সম্ভব হতে পারে।

এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা জানান, ভারতে তিনটি করোনা টিকার ট্রায়াল চলছে। আর এই তিনটি টিকার মধ্যে অক্সফোর্ডের করোনা টিকা কোভিশিল্ড মঙ্গলবার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে। অন্যদিকে ভারত বায়োটেকের কোভাক্সিন এবং জাইডাস ক্যাডিলার করোনা টিকা প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ করেছে।