বিশ্বে জয়জয়কার স্বদেশী কোভ্যাক্সিনের, কার্যকারিতা নিয়ে জুটলো আন্তর্জাতিক খেতাব

নিজস্ব প্রতিবেদন : ভারতের স্বদেশী ভ্যাকসিন কোভ্যাক্সিন প্রথম থেকেই দাবি তুলে আসছিল তাদের এই ভ্যাকসিন অনেক বেশী কার্যকরী এবং করোনার একাধিক নতুন স্ট্রেনের বিরুদ্ধে লড়াই চালাতে সক্ষম। আর এই দাবিকে প্রমাণ করেই বিশ্বে জয়জয়কার এই স্বদেশী ভ্যাকসিন কোভ্যাক্সিনের। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে জুটলো আন্তর্জাতিক খেতাব।

সম্প্রতি Clinical Infectious Diseases গবেষণাপত্রে বিজ্ঞানীরা ভারতীয় এই ভ্যাকসিন কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন। যেখানেই তারা জানিয়েছেন এই ভ্যাকসিন করোনার নতুন ভ্যারিয়েন্টের কার্যক্ষমতা হ্রাস করতে সক্ষম। করোনার দুটি নতুন প্রজাতির বি.১.৬১৭ এবং বি.১.১.৭ প্রথম ভারতে এবং পরে ব্রিটেনে খোঁজ মিলে। এই নতুন জুটি স্ট্রেনের সংক্রামক ক্ষমতা অনেক বেশি। তবে এই ক্ষমতাকে হারিয়ে দিতে সক্ষম ভারতে তৈরি কোভ্যাক্সিন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, ভারত বায়োটেকের তৈরি এই করোনার ভ্যাকসিন কোভ্যাক্সিন নিয়ে প্রথম থেকে দেশে নানান জল্পনা তৈরি হয়েছিল। ভারত সরকারের তরফ থেকে ভারতে প্রথম আপাতকালীন করোনা ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে কোভিশিল্ডকে ছাড়পত্র দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয়। তবে সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন ট্রায়াল শেষ না করেই ছাড়পত্র দেওয়া এবং এর কার্যকারিতা নিয়ে। এমনকি চিকিৎসক মহলের অনেককেই প্রথম দিকে কোভ্যাক্সিন নিতে অস্বীকার করতে দেখা যাচ্ছিল।

[aaroporuntag]
যদিও এই ভ্যাকসিন নির্মাতারা প্রথম থেকেই দাবি করে আসছিলেন তাদের তৈরি ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। পাশাপাশি এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও বারংবার জোরালো দাবি করা হচ্ছিল ভ্যাকসিন নির্মাতাদের তরফ থেকে। আর এর পরেই ধীরে ধীরে সময় পার হতে বিশ্বের সামনে এই ভ্যাকসিন তার কার্যকারিতার সুফল তুলে ধরতে আন্তর্জাতিক বাজারে কদর বাড়ছে, আসছে আন্তর্জাতিক খেতাব।