আস্ত এক গরুকে বসিয়ে নিয়ে গেল মোটরবাইকের পিছনে! অবাক কান্ড

নিজস্ব প্রতিবেদন : আস্ত গরুদের ট্রাক অথবা লরিতে চাপিয়ে নিয়ে যেতে দেখা যায়। তাদের শরীরের আয়তন অনেক বেশি হওয়ার কারণে এই ধরনের চারচাকা, ছয় চাকা, ১০ চাকা গাড়ি ব্যবহার করা হয়। তবে একটি মোটর বাইকে একটি আস্ত গরু চাপিয়ে নিয়ে যাওয়া যেতে পারে তা এই ভিডিওটি না দেখলে বিশ্বাস হবে না।

সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেই সকল ভিডিওগুলির মধ্যে সম্প্রতি এই মোটর বাইকে আস্ত গরু চাপিয়ে নিয়ে যাওয়ার ভিডিওটি আলাদাভাবে নজর কেড়েছে। এত বড় একটি গরুকে কিভাবে একটি মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা দেখেই এখন অবাক সোশ্যাল মিডিয়ার দর্শকরা।

এমনিতে মোটরবাইকে মুরগি, ছাগল, ভেড়া ইত্যাদি চাপিয়ে নিয়ে যেতে দেখা যায়। কিন্তু তাই বলে একটি আস্ত গরু কিভাবে মোটরবাইকে চাপিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া সম্ভব! যে মোটর বাইক চালক এমন কাজ করেছেন তার কৌশল দেখে কৌতূহলের অন্ত নেই। প্রশ্ন উঠছে কিভাবে পিছনের ওই ছোট সিটে এই গরুটি আঁটল।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে ছুটে চলেছে একটি মোটর বাইক। ওই মোটর বাইকটি যিনি চালাচ্ছেন তার পিছনের সিটে বাঁধা রয়েছে একটি আস্ত গরু। যেখানে মোটরবাইকের পিছনে মোটাসোটা মানুষকে বসতে অসুবিধা হয় সেই জায়গায় এত বড় একটি গরুকে চাপিয়ে দিব্যি রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন ওই চালক।

ভিডিওটিতে আরও দেখা গিয়েছে, ওই গরুটি মোটরবাইকে সিটের সঙ্গে বাঁধা রয়েছে। বাঁধা থাকলেও কিন্তু ওই গরুটি এতোটুকু নড়াচড়া করেনি। দেখে মনে হচ্ছে এইভাবে ওই গরু এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে অভ্যস্ত।