রহস্যময়ী হৈমন্তীর কাছে কত টাকা রয়েছে! শুনলে যে কারো মাথা ঘুরবে

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি তদন্তভার গ্রহণ করার পর গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তার গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে উঠে আসে অর্পিতার (Arpita Mukherjee) নাম এবং তার ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধারের পাশাপাশি বিভিন্ন জায়গায় নামিয়ে বেনামে সম্পত্তির হদিশ পাওয়া যায়। আর এবার এই তালিকায় নাম জড়িয়েছে নতুন রহস্যময়ীর।

মূলত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেপ্তার হওয়ার পর নতুন রহস্যময়ী হিসাবে নাম উঠে আসে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly)। হৈমন্তী টলিউডের একজন অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করার পাশাপাশি তিনি গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী। তার নাম উঠে আসার পাশাপাশি তার কাছে দুর্নীতির কত টাকা রয়েছে তার সামনে আসতে শুরু করেছে। সেই টাকার পরিমাণ যে কেউ শুনলেই মাথা ঘুরতে বাধ্য।

গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হিসাবে যার নাম রয়েছে তিনি হলেন হৈমন্তী গাঙ্গুলী। বড়বাজারে থাকা একটি বেসরকারি ব্যাংকে আরমান নামে অ্যাকাউন্ট খুলেছেন গোপাল দলপতি। আর সেই অ্যাকাউন্টের সঙ্গেই নমিনি হিসাবে নাম যুক্ত করা হয়েছে হৈমন্তের। তদন্তকারী সংস্থা ইডি দাবি করেছে, ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত নমিনি হিসাবে হৈমন্তীর নাম ছিল।

এখন প্রশ্ন হল রহস্যময়ী হৈমন্তী গাঙ্গুলীর নামে কত টাকা জমা রয়েছে। এই বিষয়ে ইডি সূত্রে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা গচ্ছিত রয়েছে হৈমন্তীর নামে। যদি ওর ঠিক কত পরিমাণ টাকা গচ্ছিত রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে যখন কয়েক হাজার কোটি টাকার দাবি উঠছে তখন বড়সড়ো টাকার পরিমাণ হবে বৈকি।

এছাড়াও একটি সংস্থায় ডিরেক্টর হিসাবে নাম রয়েছে হৈমন্তী গাঙ্গুলীর। পাশাপাশি একাধিক ফ্ল্যাটের মালিক হৈমন্তী গাঙ্গুলী বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু জমিজমাও হৈমন্তী গাঙ্গুলী নামে রয়েছে বলে খবর।