পাঠান ঝড় অসমে, গেট ভেঙ্গে ঢুকলেন শাহরুখ ভক্তরা, ভিডিও না দেখলে মিস

২৫ জানুয়ারি দেশজুড়ে মহা সময়ে সমারোহে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান (Pathan)। এই ছবি দিয়েই প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। আর কামব্যাক ছবিতেই ছক্কা হাকালের কিং খান। বুধবার ছবি মুক্তির দিনেই গোটা দেশ পাঠান (Pathan) জ্বরেই কাবু। পাঠান বলতে অজ্ঞান শাহরুখ ভক্তরা পাঠান নিয়ে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে তার ঠ্যালায় ভাঙল স্কুলের গেট!

‘পাঠান’ (Pathan) হলে মুক্তি পাওয়ার সাথে সাথেই জনতার ঢল নেমেছে সিনেমা হলের সামনে। প্রথম দিনের প্রথম শো দেখতেই হবে। তা নিয়ে হলুস্থলু কান্ড শাহরুখ ভক্তদের মধ্যে। চার বছর পর কিং খানের প্রত্যাবর্তনের সিনেমার প্রথম শো মিস করতে চাননি তার ভক্তরা। তাতেই বেধেছে মূল বিপত্তি। হুড়োহুড়ি করে সিনেমা হলে ঢুকতে গিয়ে ভেঙে গিয়েছে একটি স্কুলের গেট। বর্তমানে সেই ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ার জগতে।

তবে ‘পাঠান’ (Pathan) এর প্রথম ছবি ‘বেশরম রং’ প্রকাশের পর থেকেই বিতর্কের সূত্রপাত ঘটেছিল। ছবিতে ব্যবহৃত দীপিকা পাডুকোনের বিকিনির রং এবং রঙের আগে ‘বেশরম’ কথাটি ঘি ঢেলে ছিল সেই বিতর্কের আগুনে। নানা দিক থেকে এই ছবিটি বয়কটের হুমকিও আসতে থাকে। একটা সময় মনে হচ্ছিল শাহরুখের এই প্রত্যাবর্তনের সিনেমায় বয়কট ট্রেন্ড না জল ঢেলে বসে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই পাঠানের বিরুদ্ধে সুর চড়তে থাকে।

ট্রেলার প্রকাশের পরেও, এই কিছুদিন আগেও ছবিটি গুজরাটে রিলিজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছিল বজরং দল। ছবির স্ক্রিনিং আটকানোর জন্য আসামের গুয়াহাটির একটি সিনেমা হলে ভাঙচুর চালায় এই কট্টরপন্থী বজরং দলের সদস্যরা। মূলত বিভিন্ন উগ্র হিন্দু সংগঠনের রোষে পড়ে ‘পাঠান’ (Pathan)। তবে মুক্তির পর ভক্তদের মধ্যে এমন বেলাগাম উৎফুল্লতা বিতর্কের রঙকে অনেকটাই ফিকে করেছে বলে অনুমান ওয়াকিবহল মহলের।

অগ্রিম বুকিং এর যা রেকর্ড দেখা যাচ্ছে তাতে করে শাহরুখের এই কাম ব্যাক সিনেমা রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ওপেনিং কেউ হার মানাতে পারে বলে মত চলচ্চিত্র বিশেষজ্ঞদের। এক কথায় বলতে গেলে বক্স অফিসে ঝড় তুলেছে ‘পাঠান’ (Pathan)।