১৫ আগষ্ট ঘরে ঘরে পতাকা উত্তোলনের আগে জানতে হবে এই সকল নিয়ম

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর দেশজুড়ে সাড়ম্বরে পালিত হতে চলেছে স্বাধীনতার ৭৫ বছর এবং ৭৬ তম স্বাধীনতা দিবস। আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আরও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি ঘরে ঘরে তেরঙ্গা তোলার আহ্বান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আহব্বানে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে দেশজুড়ে। বাড়ি বাড়ি পতাকা উত্তোলনের জন্য এখন থেকেই নাগরিকরা পতাকা জোগাড় করতে শুরু করেছেন। তবে পতাকা উত্তোলন করা হলেও যাতে যথাযথ সম্মান দেওয়া হয় তার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। পতাকা উত্তোলনের আগে সেই সকল নিয়ম জেনে রাখা প্রয়োজন।

সংশোধন করে আনা হয়েছে ভারতীয় পতাকা বিধি ২০২২। এর দ্বিতীয় ভাগের ২.২ অনুচ্ছেদের ১১ নম্বর ধারায় বলা হয়েছে, ভারতের জাতীয় পতাকা ভারতের যেকোনো নাগরিকের বাড়িতে যেকোনো সময় তোলা যেতে পারে। এমনকি রাতের বেলাতেও। তবে এই পতাকার আকৃতি বড় হতে হবে এবং ছেঁড়া হলে চলবে না।

এর আগে যে নিয়ম ছিল তাতে বলা হতো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা তোলার অনুমতি ছিল। এছাড়া অনুমতি ছিল না পলিস্টারের তৈরি পতাকা বা মেসিনে তৈরি পতাকা উত্তোলনের অনুমতি ছিল না। তবে নতুন নিয়ম অনুযায়ী এখন হাতে অথবা মেশিনে সব ধরনের পতাকা উত্তোলন করার অনুমতি রয়েছে।

তবে পতাকা উত্তোলনের সময় কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে? কোন অবস্থাতেই জাতীয় পতাকা মাটিতে ফেলে রাখা যাবে না। পতাকায় কোন অক্ষর লেখা যাবে না। জাতীয় পতাকার রঙে পোশাক পরা যাবে না। বাণিজ্যিকভাবে জাতীয় পতাকার ব্যবহার করা যাবে না। কোনরকম বিকৃত পতাকা উত্তোলন করা যাবে না। জাতীয় পতাকার সঙ্গে অন্য কোন পতাকা থাকলে জাতীয় পতাকার স্থান সব সময় উঁচুতে থাকতে হবে। যে দণ্ডে জাতীয় পতাকা থাকবে সেখানে অন্য কোন পতাকা রাখা যাবে না। ছেঁড়া পতাকা কোনভাবেই উত্তোলন করা যাবে না। পতাকার অনুপাত হতে হবে ৩:২। জাতীয় পতাকার অর্ধেক উত্তোলন যেন না হয়। কোন ব্যক্তির মৃতদেহের কফিনে অথবা চিতায় জাতীয় পতাকা রাখা যাবে না।