বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের সর্তকতা জারি করলো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে যখন মেঘ কাটিয়ে তাপমাত্রার পারদ নামছে ঠিক তখনই বঙ্গোপসাগরে দেখা দিয়েছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তা আছড়ে পড়বে তামিলনাড়ু উপকূলে। এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে তাপমাত্রার কোন রকম হেরফের হবে কিনা তা এখনো অফিসে তরফ থেকে জানানো হয়নি।

IMD এর তরফ থেকে সোমবার চূড়ান্ত সর্তকতা জারি করে বলা হয়েছে, বঙ্গোপসাগরের এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে আগামী ২৫ নভেম্বর বুধবার তামিলনাড়ু উপকূলের করাইকল এবং মহাবলিপুরমের যেকোনো একটি অংশ দিয়ে অতিক্রম করতে পারে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুযায়ী এর নামকরণ হবে ‘নিভার’।

কেন্দ্রীয় হাওয়া অফিসের শেষ রিপোর্ট অনুযায়ী এই গভীর নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে বঙ্গোপসাগরের উপর চেন্নাই থেকে চেন্নাই থেকে ৬৩০ এবং পুদুচেরি থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপূর্বে। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ১২০ কিলোমিটার।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরব সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়। সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে হানা দেয় সোমালিয়ায়। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের নামের তালিকা হিসাবে এই ঘূর্ণিঝড়ের নাম পায় ‘গতি’।