বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় নিভার, গতিবেগ জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : গত রবিবার থেকেই কেন্দ্রীয় অফিসের তরফ থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার বিষয়ে সর্তকতা জারি করেছিল। আশঙ্কা করা হচ্ছিল এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটাই। আর সেই আশঙ্কাকে সত্যি করেই তৈরি হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে নিভার।

ঘূর্ণিঝড়টি আগামীকাল অর্থাৎ বুধবার তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে। ঘূর্ণিঝড়টি সম্পর্কে হাওয়া অফিসের তরফ থেকে হলুদ সর্তকতা জারি করায় মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে এবং পদুচেরিতে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেব তৈরি রাখা হয়েছে ৩০টি এনডিআরএফ টিম।

IMD-এর তরফ থেকে সর্তকতা হিসাবে জানানো হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে যা অনুমান করা হচ্ছে তাতে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়টি কালাইকাল ও মামাল্লাপুরমের উপর আছড়ে পড়তে পারে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সম্পর্কে যা অনুমান করা হচ্ছে তাতে মনে করা হচ্ছে গতি থাকতে পারে ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।