DA থেকে ট্রেন, EMI, মার্চে আসছে ৫ পরিবর্তন, প্রভাব ফেলবে আমজনতার পকেটে

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের মতই মার্চ মাস থেকে বিভিন্ন নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এই সকল পরিবর্তন আমজনতার পকেটে প্রভাব ফেলবে তা নিয়ে কোন সন্দেহ নেই। কোন কোন ক্ষেত্রে আমজনতা স্বস্তির মুখ দেখবেন, আবার কোন কোন ক্ষেত্রে অস্বস্তির মুখে পড়তে হবে তাদের।

১) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি নতুন করে repo rate বৃদ্ধি করেছে। repo rate বৃদ্ধি করার ফলে একাধিক ব্যাংক তাদের এমসিএলআর বৃদ্ধি করেছে। এর ফলে তা সরাসরি প্রভাব ফেলবে গ্রাহকদের উপর। ব্যাংকের স্থায়ী আমানত সহ বিভিন্ন আমানতের ক্ষেত্রে যেমন সুদের হার বৃদ্ধি পাবে ঠিক সেই রকমই সুদ বাড়বে ঋণের ক্ষেত্রেও। ফলে যে সকল গ্রাহকরা ঋণ নিচ্ছেন তাদের বাড়তি চাপের মুখে পড়তে হবে।

২) ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম গত কয়েক মাস ধরে একই থাকলেও এবার এর দাম কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

৩) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মার্চ মাস থেকে সুখবর মিলতে পারে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মী, পঞ্চায়েত কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পেনশনার্স সকলেই এর সুবিধা পেতে পারেন।

৪) প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার শেষ সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে। সেই মতো যদি ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করা হয় তাহলে প্যান নম্বর বাতিল হয়ে যাবে।

৫) সামনেই গ্রীষ্মকাল আর সেই গ্রীষ্মকালের কথা মাথায় রেখে ট্রেনের সময়সূচীতে বদল আনতে পারে ভারতীয় রেল (Indian Railways)। সূত্র মারফত জানা যাচ্ছে ৫০০টি মালগাড়ি এবং এক হাজারের বেশি প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে এমন পরিবর্তন আনা হতে পারে।